Shahid Afridi: আফ্রিদির প্রশ্ন `আহমেদাবাদের উইকেটে ভূত আছে নাকি'? বাবরদের সাহস দিলেন পাক তারকা
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
করাচি: আগস্ট মাসের শেষে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ। আর এই টুর্নামেন্ট নিয়ে দীর্ঘদিন ধরে জল ঘোলা চলেছে। তবে বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সেলের বৈঠকে পাকিস্তানের প্রস্তাব দেওয়া হাইব্রিড মডেল মেনে নেওয়া হয়েছে। টুর্নামেন্টের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে। বাকি ৯টি ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কাতে। দীর্ঘদিন আইসিসি ট্রফি থেকে দূরে রয়েছে ভারতীয় দল। বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় দলের কাছে বড় চ্যালেঞ্জ এই টুর্নামেন্ট।
রোহিত শর্মাদের পারফরম্যান্স বিশ্বকাপের আগে তাদের অগ্নিপরীক্ষা হতে চলেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি জানান আমদাবাদে তারা খেলতে ইচ্ছুক নন। গত মাসে ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি জানান আমদাবাদের নিরাপত্তা জনিত কারণে তারা খেলতে চান না। তবে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি মনে করেন আহমদাবাদে খেলার ভয় কাটিয়ে ওঠার একমাত্র উপায় হচ্ছে সেখানে ভারতের বিরুদ্ধে খেলা।
advertisement
স্থানীয় এক সংবাদ মাধ্যমে তিনি বলেন, ওরা আমদাবাদের পিচে কেন খেলতে চাইছে না? এখানে কি ওরা আগুন ছুড়বে নাকি ভুতুড়ে কিছু আছে? ওখানে গিয়ে খেলা উচিত। এবং জেতা দরকার। একটা অসাধারণ জয়ের সাহায্যে সব চ্যালেঞ্জের জবাব দেওয়া যাবে। এটাকে ইতিবাচক দিক হিসেবে দেখা উচিত পাক দলের। আফ্রিদি পরিষ্কার জানিয়েছেন ভারতের মাঠে এসে ভারতীয় দর্শকদের সামনে জয় ছিনিয়ে নিতে পারলে তার চেয়ে ভাল কিছু হতে পারে না পাকিস্তানের জন্য।
advertisement
advertisement
According to multiple reports, #India and #Pakistan will face off on 15 October 2023 at the Narendra Modi Stadium in Ahmedabad #ShahidAfridi https://t.co/4aNsMmK1aT
— CricketNDTV (@CricketNDTV) June 17, 2023
কাজটা কঠিন কিন্তু পাকিস্তানের সেই ক্ষমতা আছে মনে করেন লালা। নিজে যখন ক্রিকেট খেলতেন তখন ভারতের মাঠে অতীতে যেমন বেশ কিছু ম্যাচ হেরেছেন, তেমন জিতেছেন মনে করিয়ে দিয়েছেন আফ্রিদি। বাবর, রিজওয়ানরা যাতে এই মানসিকতা নিয়ে ভারতে যায় অনুরোধ করেছেন প্রাক্তন অলরাউন্ডার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2023 12:47 PM IST