Shahid Afridi: পাকিস্তান টিম বাসে পাথর ছোঁড়া হয়েছিল ভারতে ! ১৮ বছর আগের প্রসঙ্গ টানলেন আফ্রিদি

Last Updated:

আফ্রিদি বলেন বেঙ্গালুরুতে সেবার পাকিস্তান টেস্ট জয়ের পর বাসের গায়ে পাথর মারা হয়েছিল

ভারতে নাকি আক্রান্ত হয়েছিলেন আফ্রিদি
ভারতে নাকি আক্রান্ত হয়েছিলেন আফ্রিদি
মুলতান: শাহিদ আফ্রিদি আগেও বলেছেন যারা মনে করেন পাকিস্তানের উচিত ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট করা তিনি তাদের সঙ্গে একমত নন। তার মত পাকিস্তান ভারতে আসুক এবং বিশ্বকাপে কোহলিদের হারিয়ে যোগ্য জবাব দিক। কারণ ভারতের গর্ব খর্ব করতে এটাই একমাত্র উপায়। নিজের ক্রিকেট জীবনে ভারতে এসে প্রচুর ম্যাচ খেলেছেন আফ্রিদি। একটা বছর আইপিএল খেলেছেন। ভারত নিয়ে তার স্মৃতি কম নেই।
গত ১০ বছর ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি, যার সবচেয়ে বড় কারণ হল দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এই অবস্থায় দুই দেশ একমাত্র আইসিসি-র টুর্নামেন্ট ও এসিসি-র টুর্নামেন্টেই মুখোমুখি হয়। তবে এবারে সেই ম্যাচে অংশ নেওয়া নিয়েও শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি পাকিস্তানে আরেক প্রাক্তন অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আফ্রিদি।
advertisement
advertisement
advertisement
আপনাদের বলে রাখি যে সেই সময়ে পাকিস্তান দল ভারত সফরে এসেছিল ৩ টেস্ট ও ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। টেস্ট সিরিজ ১-১ ড্র হলেও ওয়ানডে সিরিজ ৪-২ ব্যবধানে জিতেছিল অতিথি দল। আফ্রিদি বলেন বেঙ্গালুরুতে সেবার পাকিস্তান টেস্ট জয়ের পর বাসের গায়ে পাথর মারা হয়েছিল। যদিও তাতে কেউ আঘাত পায়নি।
advertisement
আমরা বুঝি ভারত পাকিস্তান মানে টেনশন শুধু খেলোয়াড়দের মধ্যেই নয় সাধারণ মানুষের মধ্যেও থাকে। এটাই স্বাভাবিক। তবুও আফ্রিদি চান বিশ্বকাপে পাকিস্তান আসুক ভারতে এবং ম্যাচ জিতে জবাব দিক। তার আগে এশিয়া কাপেও রোহিতদের হারিয়ে দেখাতে পাকিস্তান দলকে উপদেশ দিয়েছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shahid Afridi: পাকিস্তান টিম বাসে পাথর ছোঁড়া হয়েছিল ভারতে ! ১৮ বছর আগের প্রসঙ্গ টানলেন আফ্রিদি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement