Shafali Verma Record: বিশ্বের সবচেয়ে কম বয়সি মহিলা ক্রিকেটার হিসেবে গড়লেন এই নতুন রেকর্ড! ব্রিস্টলে নজির শেফালির

Last Updated:

শেফালি বর্মার ব্যাটে ভর করে ম্যাচে ফিরে আসার লড়াইয়ে ভারতের মহিলারা।

Photo Courtesy: BCCI/Twitter
Photo Courtesy: BCCI/Twitter
ব্রিস্টল: ফলো অন করলেও ভারতের ভরসা এখন শেফালি বর্মা ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে  ৯৬ রান করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার শেফালি ৷ এরপর দ্বিতীয় ইনিংসেও হাফ-সেঞ্চুরি৷ ব্রিস্টলের মাঠে ইতিহাস গড়লেন ১৭ বছরের এই ক্রিকেটার ৷
২৬ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন শেফালি ৷ অভিষেক টেস্টে কোনও ভারতীয় মহিলা ক্রিকেটারের এটাই সর্বোচ্চ রান ৷ এর আগে এই রেকর্ড ছিল চন্দ্রকান্তা কউলের দখলে ৷ ১৯৯৫ সালে অভিষেক টেস্টে ৭৫ রান করেছিলেন তিনি ৷ রেকর্ড এখানেই শেষ নয় ৷ বিশ্বের সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে জোড়া হাফ-সেঞ্চুরি করারও নজির গড়েছেন তিনি ৷ কারণ প্রথম ইনিংসে ৯৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ইতিমধ্যেই অর্ধ-শতরান করে ফেলেছেন শেফালি ৷ প্রথম ইনিংসে স্মৃতি মান্ধানার সঙ্গে ১৬৭ রানের ভারতের সর্বোচ্চ ওপেনিং জুটিও গড়েন তিনি ৷
advertisement
advertisement
একদিকে বৃষ্টি আর অন্যদিকে শেফালি বর্মার ব্যাট। এই দুইয়ে ভর করে ম্যাচে ফিরে আসার লড়াইয়ে ভারতের মহিলারা। প্রথম ইনিংসে ১৬৫ রানে পিছিয়ে থাকায় ভারতকে ফলো অন করতে পাঠায় ইংল্যান্ড। ইংল্যান্ডের ৩৯৬ রানের জবাবে ২৩১ রানেই প্রথম ইনিংস শেষ হয় ভারতের। দ্বিতীয় ইনিংসে ভারতের রান ১ উইকেট হারিয়ে ৮৩। ব্যাট করছেন দীপ্তি শর্মা (১৮) ও শেফালি (৫৫)। ৮ রান করে আউট হয়ে ফিরেছেন স্মৃতি মন্ধানা। ভারতের মেয়েরা এখনও ৮২ রানে পিছিয়ে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shafali Verma Record: বিশ্বের সবচেয়ে কম বয়সি মহিলা ক্রিকেটার হিসেবে গড়লেন এই নতুন রেকর্ড! ব্রিস্টলে নজির শেফালির
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement