'আর্জেন্টিনার গলিতে তোমার মত ফুটবলার ঘুরে বেড়ায়' ! ইব্রাকে চরম অপমান আগুয়েরোর

Last Updated:

Sergio Aguero hits back at Zlatan Ibrahimovic for criticism on Argentina. আর্জেন্টিনা নয়, সুইডেন নিয়ে ভাবো ! ইব্রকে পরামর্শ মেসির বন্ধু আগুয়েরোর

আর্জেন্টিনা নয়, সুইডেন নিয়ে ভাবো ! ইব্রকে পরামর্শ মেসির বন্ধুর
আর্জেন্টিনা নয়, সুইডেন নিয়ে ভাবো ! ইব্রকে পরামর্শ মেসির বন্ধুর
#রোজারিও: তুমি যদি সুইডেনে না জন্মে আর্জেন্টিনায় জন্মাতে, তাহলে ফুটবলার হতে পারতে না। মেকানিক অথবা ব্যবসাদার হতে হত। তোমার মত ফুটবলার আর্জেন্টিনার অলিতে গলিতে পাওয়া যায়। বেঁচে গেলে সুইডেনের মতো একটা পিছিয়ে থাকা ফুটবল দেশে জন্মেছ বলে। জলাটান ইব্রাহিমোভিচকে চরম অপমান করলেন সেরগিও আগুয়েরো।
বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলের খেলোয়াড়ের উদ্‌যাপন নিয়ে সমালোচনা করেছেন অনেকে। সমালোচকদের তালিকায় সম্প্রতি যোগ হয়েছে জ্লাতান ইব্রাহিমোভিচের নামও। বিশ্বকাপে আর্জেন্টিনার খেলোয়াড়দের উদ্‌যাপনের সমালোচনা করে ইব্রা বলেছিলেন, মেসির সতীর্থরা খারাপ আচরণ করেছে, আমি তাদের সম্মান জানাতে পারি না।
advertisement
advertisement
এমনকি আর্জেন্টিনা দলের এই খেলোয়াড়েরা আর কখনও বিশ্বকাপ জিততে পারবে না বলেও মন্তব্য করেছেন সুইডিশ তারকা। তবে এসি মিলান তারকার এই মন্তব্য পছন্দ হয়নি আর্জেন্টিনার প্রাক্তন স্ট্রাইকার সের্হিও আগুয়েরোর। আর্জেন্টিনা নিয়ে চিন্তা না করে ইব্রাকে নিজের দেশ নিয়ে ভাবতে বলেছেন ম্যানচেস্টার সিটি কিংবদন্তি।
বিশ্বকাপ ফাইনালের পর সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে। গোল্ডেন গ্লাভ হাতে তাঁর অশ্লীল অঙ্গভঙ্গি নেতিবাচক সংবাদ শিরোনাম হয়। এছাড়া শিরোপা উদ্‌যাপনে আপত্তিকর গান এবং এমবাপ্পের পুতুল হাতে মার্তিনেজের উদ্‌যাপন নিয়েও কথা হয়েছে অনেক।
advertisement
advertisement
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা পরবর্তী সময়ে আর্জেন্টিনা দলের আক্রমণাত্মক আচরণ খতিয়ে দেখার কথাও জানায়। মার্তিনেজদের এমন আচরণ পছন্দ হয়নি ইব্রারও। তিনি বলেছিলেন, মেসি সর্বকালের সেরা। আমি নিশ্চিত ছিলাম, সে বিশ্বকাপ জিততে যাচ্ছে। তবে আমি আর্জেন্টিনার অন্য ফুটবলারদের নিয়ে ভাবছি, কারণ, ওরা আর কোনো শিরোপা জিততে পারবে না।
মেসি সবই জিতেছে, মানুষ তাকে মনে রাখবে। কিন্তু তার সতীর্থরা যারা খারাপ ব্যবহার করেছে, আমরা তাদের সম্মান জানাতে পারি না। ওরা আর বিশ্বকাপ জিততে পারবে না, ওদের উদ্‌যাপন সেদিকেই ইঙ্গিত করে। আগুয়েরো ইব্রাকে বলেছেন আর্জেন্টিনা নিয়ে না ভেবে নিজের দেশ সুইডেনকে নিয়ে ভাব। পরের বিশ্বকাপে যাতে কোয়ালিফাই করতে পারে তোমার দেশ সেটা নিয়ে চিন্তা কর। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। তোমার বা তোমার দেশের ফুটবলারদের আমাদের নিয়ে বলা মানায় না।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'আর্জেন্টিনার গলিতে তোমার মত ফুটবলার ঘুরে বেড়ায়' ! ইব্রাকে চরম অপমান আগুয়েরোর
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement