শারাপোভাকে উড়িয়ে দিলেন অসুস্থ সেরেনা
Last Updated:
মঙ্গলবার তাঁর প্রতিদ্বন্দ্বীও ছিলেন টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মারিয়া শারাপোভা ৷ কিন্তু কোর্টে নামলে একবার ছন্দ পেয়ে গেলে সেরেনাকে আটকানো যে অসম্ভব, সেটা মঙ্গলবারের ম্যাচেই আবার বোঝা গেল ৷ অস্ট্রেলীয় ওপেনের কোয়ার্টার ফাইনালে মারিয়া শারাপোভাকে ৬-৪, ৬-১ ফলে উড়িয়ে দিয়ে শেষ চারে উঠলেন সেরেনা উইলিয়ামস ।
#মেলবোর্ন: নিজের সেরা ফর্মে থাকলে তিনি যে কতটা অপ্রতিরোধ্য সেটা অস্ট্রেলিয়া ওপেনের কোয়ার্টার ফাইনাল ম্যাচেই আবার প্রমাণ হল ৷ টুর্নামেন্টের শুরুর দিকে খাদ্যে বিষক্রিয়ার ফলে অসুস্থ হয়ে পড়েছিলেন বিশ্বের এক নম্বর সেরেনা উইলিয়ামস ৷ যার জন্য ডাক্তারকে সঙ্গে রেখেই কোর্টে নেমেছিলেন তিনি ৷ মঙ্গলবার তাঁর প্রতিদ্বন্দ্বীও ছিলেন টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মারিয়া শারাপোভা ৷ কিন্তু কোর্টে নামলে একবার ছন্দ পেয়ে গেলে সেরেনাকে আটকানো যে অসম্ভব, সেটা মঙ্গলবারের ম্যাচেই আবার বোঝা গেল ৷ অস্ট্রেলীয় ওপেনের কোয়ার্টার ফাইনালে মারিয়া শারাপোভাকে ৬-৪, ৬-১ ফলে উড়িয়ে দিয়ে শেষ চারে উঠলেন সেরেনা উইলিয়ামস । ম্যাচ জিততে তিনি সময় নেন মাত্র দেড় ঘণ্টা ৷ সেমিফাইনালে এবার সেরেনার প্রতিদ্বন্দ্বী আগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। ম্যাচ জেতার পরে গতবারের চ্যাম্পিয়ন এবং বিশ্বের এক নম্বর সেরেনা বলেন, ‘‘মারিয়া কিন্তু শুরুটা দারুণভাবে করেছিল। আমাকে যথেষ্ট লড়াই করেই ম্যাচে ফিরতে হয়েছে আজকে।’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 27, 2016 10:03 AM IST