৭৫ শতাংশ নম্বর দরকার নেই স্পোর্টস কোটায়, চূড়ান্ত রায় দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

সুপ্রিম কোর্ট মনে করেছে, সাধারণ ছাত্রদেরও যেখানে ভর্তি হতে গেলে ৭৫ শতাংশ নম্বর প্রয়োজন হয়, সেখানে স্পোর্টস কোটায় ভর্তি হতে গেলেও একই নম্বর চাওয়া অনুচিত

স্পোর্টস কোটায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়
স্পোর্টস কোটায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়
হরিয়ানা: ক্রীড়া ক্ষেত্রে একজন সফল ক্রীড়াবিদ হতে গেলে তার জন্য প্রচুর পরিশ্রম করতে হয় ছোটবেলা থেকে। ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হয়তো প্রতি গলিতে একজন হলেও খুঁজে পাওয়া যাবে। কিন্তু ভারতের প্রতিনিধিত্ব কaরা একজন অ্যাথলিট কজন হতে পারে এটা বিরাট প্রশ্ন। তাই খেলোয়াড়দের সম্মান শুধুমাত্র লেখাপড়া দিয়ে বিচার করা যায় না এই ব্যাপারে একমত ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।
পিইসি ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে স্পোর্টস কোটায় ভর্তি হতে চাওয়া এক ছাত্রের কাছে দ্বাদশ শ্রেণিতে ৭৫ শতাংশ নম্বর চাওয়া হয়েছিল। কিন্তু তার সেই নম্বর ছিল না। হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল সে। সেই ছাত্রের হয়ে আইনজীবী পিএস পাটওয়ালিয়া আদালতে বলেন, এই নম্বর পেয়ে স্পোর্টস কোটায় সুযোগ পেতে হলে খেলোয়াড়েরা উৎসাহ হারিয়ে ফেলবে।
advertisement
সুপ্রিম কোর্ট মনে করেছে, সাধারণ ছাত্রদেরও যেখানে ভর্তি হতে গেলে ৭৫ শতাংশ নম্বর প্রয়োজন হয়, সেখানে স্পোর্টস কোটায় ভর্তি হতে গেলেও একই নম্বর চাওয়া অনুচিত। ওই ছাত্রকে ভর্তি নিতে হবে বলেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি রবীন্দ্র ভাট এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ এই পর্যবেক্ষণের কথা জানিয়েছে।
advertisement
স্পোর্টস কোটায় পড়ার সুযোগ পেতে হলে দ্বাদশ শ্রেণিতে ৭৫ শতাংশ নম্বর প্রয়োজন— এই নিয়ম নিয়ে প্রশ্ন তুলে পঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্টে একটি মামলা করা হয়েছিল। কিন্তু হাই কোর্ট মামলাটি খারিজ করে দেয়।
বাংলা খবর/ খবর/খেলা/
৭৫ শতাংশ নম্বর দরকার নেই স্পোর্টস কোটায়, চূড়ান্ত রায় দিল সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement