লোধা সুপারিশ ভাঙার অভিযোগে বোর্ডের এসজিএমে নেই শ্রীনি-শাহ

সুপ্রিম কোর্টে আবার মুখ পুড়ল এন শ্রীনিবাসন-নিরঞ্জন শাহের।

  • Share this:

    #নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে আবার মুখ পুড়ল এন শ্রীনিবাসন-নিরঞ্জন শাহের। দু’জনের কেউই ২৬ জুলাইয়ের বোর্ডের এসজিএমে অংশ নিতে পারবেন না। ওই দিন শুধু মাত্র লোধা সুপারিশ মান্য করা প্রতিনিধিরাই অংশ নিতে পারবেন।

    এর আগে শ্রীনি ও শাহ - দু’জনেই বোর্ডের এসজিএমে অংশ নিয়েছিলেন। সেখানে লোধা সুপারিশের লঙ্ঘন হিসেবেই দেখছে সর্বোচ্চ আদালত। এর আগে সত্তোরার্ধ প্রশাসকদের বোর্ডের এসজিএমে উপস্থিতি নিয়ে শ্রীনি-নিরঞ্জনকে নোটিস দেয় সুপ্রিম কোর্ট। জবাব চাওয়া হয়েছিল সংশ্লিষ্ট রাজ্য সংস্থার তরফেও। এদিন লোধা কমিটির সুপারিশ কার্যকর নিয়ে নির্দিষ্ট কোনও সময় ঠিক করেনি সুপ্রিম কোর্ট। তবে এক রাজ্য -এক ভোট নিয়ে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, এই বিষয় নিয়ে এখনও অনেক অালোচনার প্রয়োজন রয়েছে।

    First published:

    Tags: BCCI, N. Srinivasan, Niranjan Shah, Supreme Court, এন শ্রীনিবাসন