লোধা সুপারিশ ভাঙার অভিযোগে বোর্ডের এসজিএমে নেই শ্রীনি-শাহ

Last Updated:

সুপ্রিম কোর্টে আবার মুখ পুড়ল এন শ্রীনিবাসন-নিরঞ্জন শাহের।

#নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে আবার মুখ পুড়ল এন শ্রীনিবাসন-নিরঞ্জন শাহের। দু’জনের কেউই ২৬ জুলাইয়ের বোর্ডের এসজিএমে অংশ নিতে পারবেন না। ওই দিন শুধু মাত্র লোধা সুপারিশ মান্য করা প্রতিনিধিরাই অংশ নিতে পারবেন।
এর আগে শ্রীনি ও শাহ - দু’জনেই বোর্ডের এসজিএমে অংশ নিয়েছিলেন। সেখানে লোধা সুপারিশের লঙ্ঘন হিসেবেই দেখছে সর্বোচ্চ আদালত। এর আগে সত্তোরার্ধ প্রশাসকদের বোর্ডের এসজিএমে উপস্থিতি নিয়ে শ্রীনি-নিরঞ্জনকে নোটিস দেয় সুপ্রিম কোর্ট। জবাব চাওয়া হয়েছিল সংশ্লিষ্ট রাজ্য সংস্থার তরফেও। এদিন লোধা কমিটির সুপারিশ কার্যকর নিয়ে নির্দিষ্ট কোনও সময় ঠিক করেনি সুপ্রিম কোর্ট। তবে এক রাজ্য -এক ভোট নিয়ে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, এই বিষয় নিয়ে এখনও অনেক অালোচনার প্রয়োজন রয়েছে।
বাংলা খবর/ খবর/খেলা/
লোধা সুপারিশ ভাঙার অভিযোগে বোর্ডের এসজিএমে নেই শ্রীনি-শাহ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement