সু্প্রিম রায়ের পর সিএবি নির্বাচন নিয়ে ধীরে চলো নীতি সৌরভ শিবিরের
Last Updated:
সুপ্রিম রায়ে কতটা প্রভাব পড়বে সিএবি নির্বাচনে ? আইনি পরামর্শের পথে হাঁটছে সিএবি।
#কলকাতা: সুপ্রিম কোর্টে লোধা সুপারিশ বলবৎ হতেই সিএবি জুড়ে আলোড়ন। লোধা সুপারিশের প্রভাব ৩১ জুলাইয়ের সিএবি নির্বাচনের উপর কতটা পড়বে ? নির্বাচনের লড়ার মতোই এক্ষেত্রেও দ্বিধাভিভক্ত দুই শিবির। একদিকে কোষাধ্যক্ষ বিশ্বরূপ দের মতে, সিএবি নির্বাচনের নোটিস শীর্ষ আদালতের রায়ের আগেই জারি হয়েছে, ফলে সিএবি নির্বাচনে এর কোনও প্রভাব পড়বে না।
বিশ্বরূপ দে দাবি করলেও, এখনই আগ বাড়িয়ে কোনও মন্তব্য করতে নারাজ সৌরভ শিবির। সুপ্রিম কোর্টের রায় হাতে পাওয়ার পর আইনি পরামর্শ নিতে চান অভিষেক ডালমিয়ারা। রায় না পড়ে কোনও মন্তব্যে নারাজ প্রেসিডেন্ট সৌরভও। সাফ বললেন, ‘‘ আদালতের অর্ডার না পড়ে কোনও মন্তব্য করতে পারব না।’’
সিএবি ন’বছরের বেশি কেউ ক্রিকেট প্রশাসনে থাকতে পারবেন না— বিচারপতি লোঢা কমিশনের এই সুপারিশ আদালত মানার নির্দেশ দেওয়ায় কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে ও যুগ্মসচিব সুবীর গঙ্গোপাধ্যায়ের ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়েই এখন প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। পুলিশের চার্জশিটে থাকা কোনও ব্যক্তিও নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তাই পছন্দের কর্তাদের নিয়েই সিএবি-তে তাঁর টিম তৈরি করার দিকে এগোতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে আইনি পরামর্শ নিতে চলেছে সিএবি। আইনজীবী ঊষানাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন সৌরভরা। প্রয়োজনে আইনি পরামর্শ নিয়ে জরুরি বৈঠক ডাকতে পারেন প্রেসিডেন্ট। তবে প্রাথমিকভাবে নির্বাচন পিছনে নারাজ মহারাজ-বিশ্বরূপ উভয় পক্ষই।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 19, 2016 11:02 AM IST