কেকেআরে 'বসন্ত পঞ্চমীর সাজ', ছবি শেয়ার করল কিং খানের দল

Last Updated:

সরস্বতী পুজোর দিন স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরোলেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার লিটন দিস। আর সেই ছবি শেয়ার করল আইপিএলে লিটন দাসের দল কলকাতা নাইট রাইডার্স। যেই ছবি ইতিমধ্যেই নেট দুনিয়ায় সকলেই পছন্দ করেছেন।

কলকাতা: শুধু এপার বাংলা নয়, বাগদেবীর আরাধনায় মেতেছে ওপার বাংলাও। বাদ নেই বাংলাদশের ক্রিকেটাররাও। সরস্বতী পুজোর দিন স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরোলেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার লিটন দাস। আর সেই ছবি শেয়ার করল আইপিএলে লিটন দাসের দল কলকাতা নাইট রাইডার্স। যেই ছবি ইতিমধ্যেই নেট দুনিয়ায় সকলেই পছন্দ করেছেন।
কেকেআরের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় যে ছবি শেয়ার করা হয়েছে তাতে দেখা গিয়েছে, খয়েরি রঙের একটি পঞ্জাবি পরেছেন লিটন। দেবশ্রী সেজেছেন কালচে হলুদ রঙের শাড়িতে। সরস্বতী পুজোর দিন যে এই জুটি ঘুরতে বেরিয়েছে তা পরিস্কার। তাদের ছবির পেছনে দেখা গিয়েছে প্রতিমাও। লিটন ও দেবশ্রী দুজনকেই খুবই সুন্দর দেখিয়েছে এই সাজে। কেকেআরের তরফে ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,'বসন্ত পঞ্চমীর সাজ।'
advertisement
advertisement
এছাড়া সোশ্যাল মিডিয়ায় কেকেআরের তরফ থেকেও সকলকে আলাদাভাবে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানানো হয়। কলকাতা তথা বাংলার আইপিএল ফ্র্যাঞ্চাইজি হওয়ার বাংলার সব বড় উৎসবেই যতটা সম্ভব অংশ নেওয়ার চেষ্টা করে কেকেআর। পয়লা বৈশাখ, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো। বাঙালির রীতি-নীতি ঐতিহ্যের সঙ্গে তালমিলিয়েই চলে কিং খানের দল।
advertisement
প্রসঙ্গত, ২০২৩ সালের জন্য আইপিএলের মিনি নিলামে বাংলাদেশের শাকিব আল হাসান ও ওপেনার লিটন দাসকে দলে নেয় কেকেআর। এই প্রথমবার আইপিএলের অংশ হতে চলেছেন লিটন। কেকেআর দলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য মুখিয়ে রয়েছেন বাংলাদেশি তারকা ব্যাটার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কেকেআরে 'বসন্ত পঞ্চমীর সাজ', ছবি শেয়ার করল কিং খানের দল
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement