এশিয়া কাপে গিলের ওপেন করা হবে না! অন্য ভারতীয় তারকা খেললেন এমন ইনিংস, কাজ কঠিন হল নির্বাচকদের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asia Cup 2025: স্কোয়াডে শুভমান গিলকে সহ-অধিনায়ক করায় ধারণা করা হচ্ছে, গিল ও অভিষেক শর্মা ওপেন করবেন। এতে স্যামসনের সুযোগ অনিশ্চিত হয়ে পড়েছে।
কেরালা ক্রিকেট লিগ ২০২৫-এ কোচি ব্লু টাইগার্সের হয়ে খেলতে নেমে রবিবার (২৫ আগস্ট) সঞ্জু স্যামসন ঝড়ো ইনিংস খেলেছেন। গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে অ্যারিস কল্লম সেলরসের বিরুদ্ধে ২৩৭ রানের লক্ষ্য তাড়ায় ওপেন করতে নেমে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করেন তিনি। শেষ পর্যন্ত তিনি ৫১ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ১৪টি চার ও ৭টি ছক্কা।
এই ইনিংসটি স্যামসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আসন্ন এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় দলে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও তিনি ভারতের হয়ে সাম্প্রতিক তিনটি টি-টোয়েন্টি সিরিজে ওপেন করেছেন, তবে স্কোয়াডে শুভমান গিলকে সহ-অধিনায়ক করায় ধারণা করা হচ্ছে, গিল ও অভিষেক শর্মা ওপেন করবেন। এতে স্যামসনের সুযোগ অনিশ্চিত হয়ে পড়েছে।
এর আগের ম্যাচে স্যামসন ৬ নম্বরে নেমে ২২ বলে মাত্র ১৩ রান করেছিলেন। কিন্তু এদিন তিনি প্রথম বল থেকেই আক্রমণাত্মক ছিলেন। মাত্র ১৬ বলেই অর্ধশতান পূর্ণ করেন এবং এরপর ধ্বংসাত্মক ব্যাটিংয়ে বোলারদের ওপর চড়াও হন ও সেঞ্চুরি করেন। এই ইনিংসের মাধ্যমে তিনি প্রমাণ করে দেন কতটা ফর্মে রয়েছেন।
advertisement
advertisement
ভারতের হয়ে ওপেনার হিসেবে টি-টোয়েন্টিতে স্যামসন ১৭ ম্যাচে ৫২২ রান করেছেন, যার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি। ২০২৪ সালে তিনি ইতিহাস গড়েন, বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে এক ক্যালেন্ডার বছরে তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেন।
Sanju Samson smashes the fastest 50 of the Federal Bank Kerala Cricket League.
The Tiger is turning the waves into his hunting ground. 🐅⚡️#KCLSeason2 #KCL2025 pic.twitter.com/3SnLooKhIR
— Kerala Cricket League (@KCL_t20) August 24, 2025
advertisement
বিশেষজ্ঞদের মতে, স্যামসনের এই ইনিংস নির্বাচকদের ওপর চাপ সৃষ্টি করবে। ফর্মে থাকা এই ব্যাটারকে এশিয়া কাপে উপেক্ষা করা কঠিন হবে। ওপেনার হিসেবে তার অভিজ্ঞতা, স্ট্রাইক রেট এবং সাম্প্রতিক পারফরম্যান্স ভারতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 9:54 AM IST