Sania: ওমরাহ পালন করতে ছেলেকে নিয়ে সৌদিতে সানিয়া! নেটিজেনদের প্রশ্ন শোয়েব কোথায়?
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মদিনা: তিনি ভারতীয় মেয়েদের খেলাধুলার জগতের আইকন। জীবন্ত কিংবদন্টি। সানিয়া মির্জা এই উপমহাদেশের মেয়েদের অক্সিজেন। একজন ভারতীয় মহিলা হিসেবে আন্তর্জাতিক টেনিস আঙ্গিনায় তার সাফল্য প্রশ্নাতীত। সানিয়া উপরওয়ালা বিশ্বাস করেন এটা সকলেরই জানা। এবার তিনি পৌঁছে গেলেন আল্লাহর দরবারে। সানিয়ার মাথা থেকে পা ঢাকা বোরখায়, ছেলে, বাবা-মা-বোন ও অন্যান্য আত্মীয়স্বজন নিয়ে পৌঁছেছেন সৌদি আরবে।
মদিনায় গিয়ে ছবি পোস্ট করেছেন সানিয়া। ছেলে ইজহান মির্জা মালিক, বাব-মা, বোন, বোনের স্বামীর সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ফেয়ারওয়েল ম্যাচ খেলে কিছুদিন আগেই টেনিস থেকে অবসর নেন সানিয়া মির্জা। অবসরের পরই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালেুরু ফ্র্যাঞ্চাইজি মেয়েদের প্রিমিয়র লিগে সানিয়াকে মেন্টর হিসেবে ঘোষণা করা হয়।
আরও পড়ুন - IPL Toss: আইপিএলে টসের আর গুরুত্ব থাকল না, এবার বিরাট সিদ্ধান্ত ক্রোড়পতি লিগে
টিম প্লে অফ থেকে ছিটকে যেতেই পরিবারের সঙ্গে একটু সময় কাটাতে সৌদি আরবে উড়ে গিয়েছেন সানিয়া। ছেলে ইজহান মালিককে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে উড়ে গিয়েছেন সানিয়া। সানিয়া ও তাঁর ছেলের খুনসুটি ধরা পড়েছে ছবিতে। গত ফেব্রুয়ারি মাসে কেরিয়ারের শেষ ম্যাচ খেলেছিলেন টেনিস তারকা।
advertisement
advertisement
Former Indian tennis star and wife of cricketer Shoaib Malik, Sania Mirza visited Medina ahead of the holy month of Ramadan. pic.twitter.com/GH06G7PS5w
— Startup Pakistan (@PakStartup) March 22, 2023
অবসরের পর পরিবারের সঙ্গে সময় কাটালেও শোয়েব মালিক কোথায়! এই নিয়ে নেটিজেনের মনে নানা প্রশ্ন উঠেছে।বিবাহ বিচ্ছেদের খবরে শোরগোল পড়েগিয়েছিল নেটপাড়ায়। এখন একছাদের নীচে থাকে না তাঁরা। ছেলে ছেলেকে নিয়ে বহুদিন ধরে আলাদা থাকছেন এই টেনিস তারকা। সঙ্গে রয়েছেন সানিয়ার বোন অনম এবং তার মেয়ে। বাবা ইমরান মির্জাও আছেন। সানিয়ার এই ছবি দেখে মহেশ বাবু থেকে শুরু করে হুমা কুরেশি, এ আর রহমান সবাই লাইক দিয়েছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2023 9:01 PM IST