Sanath Jayasuriya: ২৩-এর বিশ্বকাপে বিরাট, রোহিতদেরই এগিয়ে রাখছেন সনৎ জয়সূর্য

Last Updated:

দেশের আর্থিক অবস্থা চাঙ্গা করতে ভারতীয়দের শ্রীলঙ্কার পর্যটনকেন্দ্র ঘোরার আহ্বান ৯৬-র বিশ্বকাপ জয়ী তারকার! 

২৩-এর বিশ্বকাপে বিরাট, রোহিতদেরই এগিয়ে রাখছেন সনৎ জয়সূর্য
২৩-এর বিশ্বকাপে বিরাট, রোহিতদেরই এগিয়ে রাখছেন সনৎ জয়সূর্য
পার্থপ্রতিম সরকার, শিলিগুড়ি: আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপে ভারতকেই কাপ জয়ের পথে এগিয়ে রাখলেন প্রাক্তন শ্রীলঙ্কান বাঁ হাতি অলরাউন্ডার সনৎ জয়সূর্য। একে ঘরের মাটিতে খেলা, সঙ্গে প্লেয়ারদের ছন্দে থাকাটা ভারতীয় দলকে এগিয়ে রাখছেন তিনি। মঙ্গলবার শিলিগুড়িতে এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ক্রিকেটের ফাইনালে যোগ দিতে এসে তিনি বলেন, বর্তমান পারফরম্যান্সের নিরিখে রোহিত, বিরাটরাই অনেক এগিয়ে।
জুনিয়র প্রতিভাবান ক্রিকেটারেরা বেশ ছন্দে রয়েছে। একটা ম্যাচে ভাল খেলতে না পারায় টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে পারেনি ভারত। এতে হতাশার কিছু নেই। তবে আবারও ফর্মে ফিরেছে ভারতীয় ক্রিকেটারেরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। দেশের মাটিতে খেলা হওয়ায় একটু চাপ তো থাকবেই। তবে শ্রীলঙ্কা দলেও এখন একাধিক তরুণ ক্রিকেটার উঠে এসেছে। ৯৬-র কাপ জয়ের অন্যতম নায়ক বলেন, শ্রীলঙ্কাও কাপ জিততেই ২৩-র বিশ্বকাপে নামবে। মাঝে একাধিক তারকা অবসর নেওয়ায় সমস্যা হয়েছে। নতুন দল, ভাল খেলছে, এটাই আশার।.
advertisement
advertisement
অন্যদিকে সম্প্রতি শ্রীলঙ্কার অর্থ সঙ্কট কারোরই অজানা নয়। গোটা দেশ রাস্তায় নেমেছিল। অর্থনৈতিক ব্যবস্থাও ভেঙে পড়েছিল। গৃহযুদ্ধ লেগে গিয়েছিল। আবারও ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কার অর্থনীতি। আর তাই ভারতীয়দের শ্রীলঙ্কায় বেড়িয়ে আসার আহ্বান জানালেন জয়সূর্য।
advertisement
এদিন তিনি বলেন, শ্রীলঙ্কার পর্যটনকেন্দ্রগুলিও দেখবার মতো। ভারতীয়রা এলে দেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে। তিনি নিজেও দেশের পর্যটনের প্রসারে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা শ্রীলঙ্কা। একাধিক মনের মতো ডেস্টিনেশন রয়েছে। চাইলে অনায়াসেই ভারতীয়রা প্রতিবেশি দেশে বেড়িয়ে আসতে পারেন। এলে আদপে শ্রীলঙ্কার ট্যুরিজমের যেমন প্রসার বাড়বে, তেমনি ভেঙে পড়া অর্থনীতিও চাঙ্গা হবে। যা অবস্থা হয়েছিল, তা কারোরই অজানা নয়। আগের সেই অবস্থা প্রসঙ্গে জয়সূর্য বলেন, ‘‘পাস্ট ইজ পাস্ট। শ্রীলঙ্কান ট্যুরিজম আপনাকে স্বাগত জানায়। এর বাইরে আর একটিও কথা নয়।’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sanath Jayasuriya: ২৩-এর বিশ্বকাপে বিরাট, রোহিতদেরই এগিয়ে রাখছেন সনৎ জয়সূর্য
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement