অলিম্পিকের গুডউইল অ্যাম্বাসাডর কেন সচিন-রহমান ? প্রশ্ন সলমনের
Last Updated:
''আমায় যখন অলিম্পিকের শুভেচ্ছা দূত নিয়োগ করা হল, তখন মিডিয়া খুব করে প্রচার চালালো। অথচ সচিন-রহমানদের শুভেচ্ছা দূত নিয়োগের সময় মিডিয়া সেভাবে মুখই খুলল না।''
advertisement
#মুম্বই: রিও অলিম্পিকে প্রথম গুডউইল অ্যাম্বাসডর হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি ৷ কিন্তু তারপর শুরু হয় বিতর্কের ঝড় ৷ হ্যাঁ, ঠিক ধরেছেন, এখানে কথা হচ্ছে সুপারস্টার সলমন খানের ৷ ক্রীড়াবিদরা থাকতে কেন একজন ফিল্মস্টারকে অলিম্পিকের শুভেচ্ছা দূত হিসেবে নির্বাচিত করা হবে ? এই নিয়ে গোটা দেশ কিছুদিন আগে তোলপাড় হলেও তাতে একটুও দমেননি সল্লু মিঞাঁ ৷ সম্প্রতি তাঁর একটি মন্তব্যেই সেটার প্রমাণ পাওয়া গিয়েছে ৷
advertisement
এতদিন তাঁকে নিয়ে যে বিতর্ক হচ্ছিল, সেই বিতর্কটাই দেশের অলিম্পিকের শুভেচ্ছা দূত হিসেবে মনোনিত হওয়া সচিন তেন্ডুলকর-এআর রহমানের দিকে ঘুরিয়ে দিলেন সলমন খান। বলিউডের ভাইজান বললেন, ''আমায় যখন অলিম্পিকের শুভেচ্ছা দূত নিয়োগ করা হল, তখন মিডিয়া খুব করে প্রচার চালালো। এই প্রচারে আমায় খুব সমালোচনা করা হল। অথচ সচিন-রহমানদের শুভেচ্ছা দূত নিয়োগের সময় মিডিয়া সেভাবে মুখই খুলল না।''
advertisement
সলমন পাল্টা আক্রমণের সুরে বলেন, ''এ আর রহমান কোনওদিন কোনও কিছু খেলছেন বলে আমি শুনিনি। আবার সচিন প্রসেঙ্গ সল্লুর ম্নতব্য, ‘‘ উনি তো শুধু একটা খেলাই সারাজীবন খেলা গিয়েছেন।''
ক্রীড়াবিদ আসলে কাদের বলা হবে ? এই নিয়েও প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সলমন খান ৷ তাঁর মতে, যারা খেলাকে ভালোবাসে, ক্রীড়াবিদকে ভালবাসবে তাদেরও খেলার মুখ হিসেবে ব্যবহার করা উচিৎ ৷
advertisement
বরাবর তিনিই যে প্রথম টার্গেট হন ৷ সলমনের বিরুদ্ধে আদালতে মামলা চলছে বলেই কি তাঁকে নিয়ে সমস্যা সকলের ? সলমনের সাফ জবাব, দেশের অনেক রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও তো কত বড় বড় অভিযোগে মামলা চলছে আদালতে। কারোর বিরুদ্ধে ধর্ষণ তো আবার কারোর বিরুদ্ধে দুর্নীতির মামলা। অথচ এরাই দেশ চালাচ্ছেন। ওই রাজনীতিবিদদরা যদি পদত্যাগ করেন, তাহলে তিনিও অলিম্পিকের শুভেচ্ছা দূত হিসেবে সরে দাঁড়াবেন।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 06, 2016 6:06 PM IST