Salman East Bengal: ইস্টবেঙ্গলে সলমনের শোয়ের টিকিটের মূল্য ৭০০ থেকে ৩ লাখ, ভাইজান আসছেন রাতে

Last Updated:
ইস্টবেঙ্গল মাঠে সলমনের স্টেজ
ইস্টবেঙ্গল মাঠে সলমনের স্টেজ
কলকাতা: মাঠের মধ্যে ইস্টবেঙ্গলের পারফরমেন্স শেষ কয়েক বছর ধরে উল্লেখযোগ্য নয়। কিন্তু মাঠের বাইরে সালমান খানের দাবাং পারফরমেন্স মনে রাখার মত করে সেরে রাখতে চান ইস্টবেঙ্গল কর্তারা। এর আগে অক্ষয় কুমার ইস্টবেঙ্গল ক্লাবে পারফর্ম করে গিয়েছেন। প্রথমে চলতি বছরের জানুয়ারিতে ইকো পার্কে হওয়ার কথা ছিল এই অনুষ্ঠান। কিন্তু শো বাতিল হয়ে যায়। অবশেষে শনিবার ইস্টবেঙ্গল মাঠে হচ্ছে।
ক্লাবের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের একটি অঙ্গ হিসেবেই দেখা হচ্ছে এই শো-কে। উদ্যোক্তাদের দাবি, দাবাং শো হাউসফুল হবে। ৮টি জোনে ভাগ করে দর্শকদের বসার বন্দোবস্ত করা হয়েছে। এই জোনগুলোকে সলমনের ছবির নামেই নামকরণ করা হয়েছে। টিকিটের ন্যূনতম মূল্য ৬৯৯ টাকা। সর্বাধিক মূল্য ৩ লক্ষ। যা অরিজিৎ সিংয়ের কনসার্টকেও ছাপিয়ে গিয়েছে।
advertisement
advertisement
দাবাং-দ্য ট্যুর রিলোডেড’ এর মহড়া সারতে শুক্রবার সন্ধে ৬টা নাগাদ ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে হাজির হন সোনাক্ষী সিনহা। ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজও। একের পর এক বলিউডি নম্বরে কোমর দোলালেন দুই অভিনেত্রী। একদিন আগেই কলকাতায় চলে এসেছিলেন জ্যাকলিন। আজ সকালে বাকিরা এসেছেন।
কিছুদিন আগেই নিজের পেজে কলকাতায় শো করার কথা জানিয়ে একটি ভিডিওবার্তা পোস্ট করেছিলেন সলমন খান। সেই থেকেই শহর জুড়ে উন্মাদনা বাড়তে শুরু করে। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা সালমান খানের। শোনা যাচ্ছে বিকাল চারটে নাগাদ এই সাক্ষাৎকার হতে পারে। সালমানকে ইস্টবেঙ্গল ক্লাবের লাইফ মেম্বারশিপ এবং মনে রাখার মত কিছু গিফট দেওয়া হবে। পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকেও দাবাং খানের হাতে বিশ্ব বাংলার কিছু গিফট তুলে দেওয়া হবে বলেই ঠিক আছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Salman East Bengal: ইস্টবেঙ্গলে সলমনের শোয়ের টিকিটের মূল্য ৭০০ থেকে ৩ লাখ, ভাইজান আসছেন রাতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement