ব্রিজভূষণ ঘনিষ্ঠ সঞ্জয় সিং কুস্তি ফেডারেশনের 'সিংহাসনে', প্রতিবাদে কুস্তি ছাড়লেন সাক্ষী মালিক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sakshi Malik announces retirement: সঞ্জয় সিং ভারতীয় কুস্তি সংস্থার নতুন সভাপতি হওয়ার পরই বড় সিদ্ধান্ত নিলেন কুস্তিগীর সাক্ষী মালিক। কুস্তি ছাড়ার ঘোষণা করলেন তারকা কুস্তিগীর।
সঞ্জয় সিং ভারতীয় কুস্তি সংস্থার নতুন সভাপতি হওয়ার পরই বড় সিদ্ধান্ত নিলেন কুস্তিগীর সাক্ষী মালিক। কুস্তি ছাড়ার ঘোষণা করলেন তারকা কুস্তিগীর। মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা অভিযোগে যার বিরুদ্ধে এত আন্দোলন, সেই ব্রিজভূষণ সিং ঘনিষ্ঠ সঞ্জয় সিং সভাপতি হওয়াটা মেনে নিতে পারেননি সাক্ষী। সেই কারণেই কুস্তি ছাড়ার সিদ্ধান্ত।
এদিন সঞ্জং সিং কুস্তি ফেডারেশনের সভাপতি হওয়ার পর সাংবাদিক বৈঠক করেন ভারতীয় কুস্তিগীররা। উপস্থিত ছিলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া সহ অন্যান্যরা। সাংবাদিক বৈঠকের সময় কেঁদে ফেলেন সাক্ষী। আর আচমকাই কুস্তি ছেড়ে দেওয়ার ঘোষণা করে দেন। তারপর কাঁদতে কাঁদতে বেরিয়ে যান তিনি।
#WATCH | Delhi: Wrestler Sakshi Malik breaks down as she says “…If Brij Bhushan Singh’s business partner and a close aide is elected as the president of WFI, I quit wrestling…” pic.twitter.com/26jEqgMYSd
— ANI (@ANI) December 21, 2023
advertisement
advertisement
এদিন সাংবাদিক বৈঠেকে সাক্ষী মালিক বলেন,” আমরা এই যুদ্ধ আমাদের হৃদয় দিয়ে লড়েছিলাম। রাস্তায় ৪০ দিন ঘুমিয়েছিলাম। আমি দেশের সেই সকল লোককে ধন্যবাদ জানাতে চাই যারা এই বছরের শুরুতে বিক্ষোভের সময় আমাদের সমর্থন করতে এসেছিলেন। যদি ব্রিজ ভূষণ সিংয়ের ব্যবসায়িক অংশীদার এবং একজন ঘনিষ্ঠ সহযোগী ডব্লিউএফআই-এর সভাপতি নির্বাচিত হন, আমি কুস্তি ছেড়ে দেব…আমি কুস্তি ছেড়ে দিচ্ছি”।
advertisement
#WATCH | Delhi: Wrestler Sakshi Malik breaks down as she leaves after addressing a press conference.
Former WFI chief Brij Bhushan Sharan Singh’s aide Sanjay Singh has been elected as the new president of the Wrestling Federation of India. pic.twitter.com/Rc85nAkvgy
— ANI (@ANI) December 21, 2023
advertisement
প্রসঙ্গত, ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচনে ৪০টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্রিজভূষণ সিং ঘনিষ্ঠ সঞ্জয় সিং। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পেয়েছেন সাতটি ভোট। সঞ্জং সিং ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি হওয়ায় সাক্ষী-বজরং-ভিনেশদের লড়াই কোনও দাম পেল না বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 21, 2023 6:30 PM IST