ব্রিজভূষণ ঘনিষ্ঠ সঞ্জয় সিং কুস্তি ফেডারেশনের 'সিংহাসনে', প্রতিবাদে কুস্তি ছাড়লেন সাক্ষী মালিক

Last Updated:

Sakshi Malik announces retirement: সঞ্জয় সিং ভারতীয় কুস্তি সংস্থার নতুন সভাপতি হওয়ার পরই বড় সিদ্ধান্ত নিলেন কুস্তিগীর সাক্ষী মালিক। কুস্তি ছাড়ার ঘোষণা করলেন তারকা কুস্তিগীর।

সঞ্জয় সিং ভারতীয় কুস্তি সংস্থার নতুন সভাপতি হওয়ার পরই বড় সিদ্ধান্ত নিলেন কুস্তিগীর সাক্ষী মালিক। কুস্তি ছাড়ার ঘোষণা করলেন তারকা কুস্তিগীর। মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা অভিযোগে যার বিরুদ্ধে এত আন্দোলন, সেই ব্রিজভূষণ সিং ঘনিষ্ঠ সঞ্জয় সিং সভাপতি হওয়াটা মেনে নিতে পারেননি সাক্ষী। সেই কারণেই কুস্তি ছাড়ার সিদ্ধান্ত।
এদিন সঞ্জং সিং কুস্তি ফেডারেশনের সভাপতি হওয়ার পর সাংবাদিক বৈঠক করেন ভারতীয় কুস্তিগীররা। উপস্থিত ছিলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া সহ অন্যান্যরা। সাংবাদিক বৈঠকের সময় কেঁদে ফেলেন সাক্ষী। আর আচমকাই কুস্তি ছেড়ে দেওয়ার ঘোষণা করে দেন। তারপর কাঁদতে কাঁদতে বেরিয়ে যান তিনি।
advertisement
advertisement
এদিন সাংবাদিক বৈঠেকে সাক্ষী মালিক বলেন,” আমরা এই যুদ্ধ আমাদের হৃদয় দিয়ে লড়েছিলাম।  রাস্তায় ৪০ দিন ঘুমিয়েছিলাম। আমি দেশের সেই সকল লোককে ধন্যবাদ জানাতে চাই যারা এই বছরের শুরুতে বিক্ষোভের সময় আমাদের সমর্থন করতে এসেছিলেন। যদি ব্রিজ ভূষণ সিংয়ের ব্যবসায়িক অংশীদার এবং একজন ঘনিষ্ঠ সহযোগী ডব্লিউএফআই-এর সভাপতি নির্বাচিত হন, আমি কুস্তি ছেড়ে দেব…আমি কুস্তি ছেড়ে দিচ্ছি”।
advertisement
advertisement
প্রসঙ্গত, ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচনে ৪০টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্রিজভূষণ সিং ঘনিষ্ঠ সঞ্জয় সিং। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পেয়েছেন সাতটি ভোট। সঞ্জং সিং ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি হওয়ায় সাক্ষী-বজরং-ভিনেশদের লড়াই কোনও দাম পেল না বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ব্রিজভূষণ ঘনিষ্ঠ সঞ্জয় সিং কুস্তি ফেডারেশনের 'সিংহাসনে', প্রতিবাদে কুস্তি ছাড়লেন সাক্ষী মালিক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement