দিল্লিতে কুস্তিগীরদের সঙ্গে পুলিশের জুলুম! সংসদ ভবন উদ্বোধনের দিনে টেনে হিঁচড়ে তোলা হল ভ্যানে
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
দিল্লি: ভারতের গণতন্ত্রের নতুন ভবন অর্থাৎ নতুন পার্লামেন্ট বিল্ডিং উদ্বোধন হয়েছে আজ। দেশের এমন মনে রাখার মত দিনে কিছুটা গায়ে কালি লাগার মত ঘটনা ঘটল দিল্লিতে। এমন ঘটনা মোটেই অভিপ্রেত নয় দেশের কাছে। ভারতের মানুষ হিসেবে এমন ঘটনা চোখে দেখা নিঃসন্দেহে লজ্জার।
দিল্লিতে আন্দোলনরত কুস্তিগিরদের কর্মসূচির অনুমোদন আগেই খারিজ করেছিল পুলিশ।
তার পরেও কুস্তিগিরেরা নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে গেলে ঝামেলা বাধে। দিল্লির বিশেষ পুলিশ কমিশনার (আইনশৃঙ্খলা) দীপেন্দ্র পাঠক বলেন, আমরা ক্রীড়াবিদদের সম্মান করি। কিন্তু নতুন সংসদ ভবন উদ্বোধনে কোনও বিশৃঙ্খলা হতে দিতে পারি না। ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে।
advertisement
advertisement
This is how our champions are being treated. The world is watching us! #WrestlersProtest pic.twitter.com/rjrZvgAlSO
— Sakshee Malikkh (@SakshiMalik) May 28, 2023
যদিও কেন্দ্রীয় শাসকদল বিজেপির সাংসদ ব্রিজভূষণ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁকে সরানোর দাবিতে গত মাস থেকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করে চলেছেন ক্রীড়াবিদেরা। তাঁরা আগেই জানিয়ে দিয়েছিলেন, রবিবার উদ্বোধনের দিন নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখাবেন।
advertisement
‘মহিলা মহাপঞ্চায়েত’ কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। ভিনিশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া এবং বহু কুস্তিগীর লড়াই চালিয়ে যাচ্ছেন এক মাসের ওপর। আজ তাদের যেভাবে টেনে হিঁচড়ে গায়ের জোরে পুলিশের ভ্যানে তোলা হল, সেটা মোটেও ভাল বিজ্ঞাপন হতে পারে না। হাতে জাতীয় পতাকা থাকা সত্ত্বেও গায়ের জোর খাটায় পুলিশ। সংগীতা ফোগাট জানিয়েছেন তাদের সঙ্গে জবরদস্তি করেছে পুলিশ। মহিলা পুলিশ এমন ব্যবহার করেছে মনে হচ্ছে তারা যেন চোর ডাকাত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2023 2:01 PM IST