ভারত: ৩৫৩
ওয়েস্ট ইন্ডিজ: ১০৭/১ ( ৪৭ ওভার)
দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিসে ২৪৬ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ
#গ্রস আইলেট: কোহলির হাততালি। লেন্সে চোখ সামির। ভারতীয় ড্রেসিংরুমের স্ট্যান্ডিং ওভেশন। সাক্ষী ঋদ্ধির সিদ্ধিলাভের। চতুর্থ বাঙালি হিসেবে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করলেন শিলিগুড়ির ঋদ্ধিমান সাহা। গ্রস আইলেটে একই দিনে সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি অশ্বিনের। ম্যাচের রিমোট কন্ট্রোল এখন ভারতের হাতে।
অবশেষে তাই ঋদ্ধির সিদ্ধিলাভ। চতুর্থ বাঙালি ক্রিকেটার হিসেবে টেস্টে সেঞ্চুরির নজির গড়লেন ঋদ্ধিমান সাহা। কেরিয়ারের ১৪তম টেস্টে অবশেষে শতরানের অপেক্ষা ঘুচল বাংলার উইকেটকিপার ব্যাটসম্যানের। পঙ্কজ রায়, সৌরভ, দীপদের এলিট ক্লাবে বুধবার ঢুকে পড়লেন শিলিগুড়ির পাপালিও। গ্রস আইলেটে নামার আগে তাঁর টেস্ট কেরিয়ারে সর্বোচ্চ রান ছিল ৬০। নতুন নজির গড়ে ৮ বছর পর টেস্টে কোনও বাঙালির শতরান দেখল বিশ্ব। ২২৩ বলে কেরিয়ারের প্রথম সেঞ্চুরির মুখ দেখলেন ঋদ্ধি। ১০৪ রানে ইনিংস থামল ১৩টা বাউন্ডারি মেরে।
ঋদ্ধির সেঞ্চুরি পাওয়ার আগেই তিন অঙ্কের রান করে ফেলেছিলেন অশ্বিন। তবে প্রবল টেনশনে দ্বিতীয় দিনের লাঞ্চে দু’জনেই ছিলেন সেঞ্চুরির দোরগোড়ায়। মঙ্গলবারের ধাক্কা কাটিয়ে শেষ সেশনে প্রতিরোধ গড়েছিলেন অশ্বিন-ঋদ্ধি। এদিন জুটি বিচ্ছিন্ন হওয়ার আগে ষষ্ঠ উইকেটে যোগ হল ২১৩ রান। যা এই টেস্টেও চালকের আসনে বসিয়ে দিয়েছে ভারতকে। একইদিনে সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি করে রেকর্ডবুকে ঢুকে পড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় লোয়ার অর্ডারে একই সিরিজে জোড়া সেঞ্চুরি অশ্বিনকে পৌঁছে দিল বিরল সারিতে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gros Islet, India Tour Of Westindies, Maiden Century, Test Series, Wriddhiman Saha, ঋদ্ধিমান সাহা