Mother's Day: মায়ের জন্য কবিতা লিখলেন বীরু, আবেগে ভাসলেন সচিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
মায়ের জন্য কী লিখলেন সচিন, শেহবাগ!
#মুম্বই: একটা দিন একেবারে মায়েদের জন্য। অনেকে বলেন, মায়েদের জন্য আবার আলাদা দিন হয় নাকি! বছরের প্রতিটা দিনই তো মায়েদের। তবে একটা গোটা দিন যদি মায়েদের জন্য আলাদা করে সেলিব্রেট করা হয়, তাতে ক্ষতি কী! ৯ মে দিনটা প্রতিটি সন্তানের কাছে স্পেশাল। আবার মায়েদের জন্যও। এমন দিনে মায়ের প্রতি ভালবাসা, শ্রদ্ধা, আনুগত্য উজাড় করে দেয় সন্তানরা। এমন একটা বিশেষ দিনে মায়েরাও যেন সেলিব্রেট করার কারণ খুঁজে পান। সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি, প্রত্যেকে এই বিশেষ দিনে মাকে স্পেশাল কিছু দিতে চান। প্রত্যেকেই চান, এমন একটা দিন যেন মায়ের সঙ্গেই উদযাপন করা যায়!
Mothers are the ones who pray for you no matter how old you get. For them, you are always their child. Blessed to have two mothers in my life who have nurtured and loved me always.
— Sachin Tendulkar (@sachin_rt) May 9, 2021
Wishing Aai and Kaku a very Happy #MothersDay, sharing some photos from the past. 🙏🏻 pic.twitter.com/x22BBvDDiC
advertisement
advertisement
घुटनों से रेंगते रेंगते
— Virender Sehwag (@virendersehwag) May 9, 2021
कब पैरों पर खड़ा हुआ,
तेरी ममता की छाओं में
जाने कब बड़ा हुआ!
काला टीका दूध मलाई
आज भी सब कुछ वैसा है,
मैं ही मैं हूँ हर जगह
प्यार यह तेरा कैसा है?
सीधा साधा भोला भाला
मैं ही सबसे अच्छा हूँ,
कितना भी हो जाऊं बड़ा
माँ, मैं आज भी तेरा बच्चा हूँ! #MothersDay pic.twitter.com/akY97tZaVs
advertisement
মাদার্স ডে-তে মায়ের সঙ্গে ছবি শেয়ার করলেন সচিন তেন্ডুলকর। তিনি অবশ্য প্রতি বছরই নিয়ম করে এই দিনে মায়ের সঙ্গে নিজের ছবি শেয়ার করেন। এদিন সচিন মায়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন, তুমি যতই বড়ই হও না কেন, মা একমাত্র যে তোমার জন্য সব সময় প্রার্থনা করে। আমার জীবনে দুজন মায়ের আশীর্বাদ রয়েছে। তাঁরা আমায় বড় করেছে এবং সব সময় ভালবেসেছে। আই এবং কাকুকে জানাই, হ্যাপি মাদার্স ডে। পুরানো কয়েকটি ছবি শেয়ার করলাম। অন্যদিকে, বীরেন্দ্র শেহবাগ নিজের মায়ের জন্য সোশ্যাল মিডিয়ায় কবিতা লিখেছেন। মা কীভাবে তাঁকে ছোট থেকে বড় করেছে, সেটাই ওই কবিতার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন বীরু। সুরেশ রায়না, শিখর ধাওয়ানের মতো তারকারাও এদিন নিজেদের মায়ের জন্য পোস্ট করেছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2021 7:06 PM IST

