কোচ বাছাইয়ের কাজ হবে ভিডিও কনফারেন্সে !
Last Updated:
ভারতীয় দলের কোচ বেছে নেওয়ার শেষ তারিখ ২২ জুন। বোর্ডের পক্ষ থেকে যে প্রতিনিধিদের এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ৷
#মুম্বই: ভারতীয় দলের কোচ বেছে নেওয়ার শেষ তারিখ ২২ জুন। বোর্ডের পক্ষ থেকে যে প্রতিনিধিদের এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ তাঁরা প্রত্যেকে দেশে উপস্থিত থাকলেও একজনই এখন দেশের বাইরে রয়েছেন ৷ তিনি সচিন তেন্ডুলকর ৷ মাস্টার ব্লাস্টারকে ছাড়া কোচ বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়াও কঠিন ৷ তাই অগত্যা ভরসা ভিডিও কনফারেন্সই ৷
সচিনের সঙ্গে এই কমিটিতে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণও ৷ যাঁরা বেছে নেবেন ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচ। কিন্তু সেই মিটিংয়ে থাকতে পারবেন না সচিন। যদিও তিনি জানিয়ে দিয়েছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে থাকবেন এই আলোচনায়। যেখানে বেছে নেওয়া হবে নতুন কোচ। ৫৭ জন ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। বিসিসিআই ইতিমধ্যেই সেখান থেকে বেছে ২১ জনের বাছাই তালিকা তৈরি করেছে ৷ এই ২১ জন শর্টলিস্টেডের মধ্যেই কোনও একজনকে কোচ হিসেবে বেছে নেওয়া হবে ৷ কোচেস কমিটি যদি চায় তাহলে ৫৭ জনের নাম নিয়েই আলোচনা করতে পারে। সচিনের ভিডিও কনফারেন্স করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷
advertisement
কমিটির কাছে এখন একসপ্তাহও নেই। জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে কোচ বাছতে বদ্ধপরিকর বোর্ড। ক্যারিবিয়ান সফরের আগে দলের সঙ্গে মানিয়ে নিতেও সময় দিতে হবে নতুন কোচকে। আপাতত যা খবর তাতে রবি শাস্ত্রীই এগিয়ে কোচ হওয়ার দৌড়ে। সেই অবস্থায় মানিয়ে নেওয়ার কোনও ব্যাপার থাকছে না। গত এক বছরের বেশি তাঁর হাতেই ছিল ভারতীয় দলের দায়িত্ব।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 16, 2016 8:27 PM IST