'কেমন আছো মারিয়া?', সচিন তেন্ডুলকরের মুখে বাংলা ভাষা!

Last Updated:

Sachin Tendulkar Speaks Bengali: বাংলায় কথা বলছেন সচিন তেন্ডুলকর। তাঁর মুখে বাংলা ভাষা কেমন মিষ্টি লাগছে শুনুন।

#মুম্বই: ইউনিসেফের হয়ে তিনি কাজ করছেন দুদশকেরও বেশি সময় ধরে। আর এই কাজটা করতে গিয়ে সচিন তেন্ডুলকরকে বিভিন্ন দেশের বহু মানুষের সঙ্গে কথা বলতে হয়। কখনও ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলেন ভারতীয় কিংবদন্তি।
বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মারিয়া মান্দারের সঙ্গে এবার সচিন কথা বললেন খাঁটি বাংলায়। মারিয়া ভার্চ্যুয়াল আড্ডা দিলেন ক্রিকেট কিংবদন্তির সঙ্গে। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার মারিয়া মান্দার ভাবতেও পারেননি, সচিন তাঁর সঙ্গে হঠাত্ করে বাংলায় কথা বলবেন।
আরও পড়ুন- Hockey India : ফুটবলের মতই নির্বাসনের খাঁড়া ঝুলছে হকি এবং টেবিল টেনিসের ওপর! সামনে বড় বিপদ
দক্ষিণ এশিয়ায় বিভিন্ন এশিয়ায় শিশুদের জন্য তহবিল সংগ্রহের কাজ করছেন সচিন। ইউনিসেফ-এর হয়ে তাঁর কাজের দুদশক পূর্ণ হবে এবার। বাংলাদেশের মারিয়া মান্দার ও ভারতীয় ফুটবলার অংশু কশ্যপের সঙ্গে ভার্চুয়াল আড্ডা দেন সচিন।  ইউনিসেফের প্রতিনিধি হিসেবে হিসেবে এই দুজনের সঙ্গে কথা বলেন তিনি।
advertisement
advertisement
‘আমার নাম মারিয়া মান্দা।’ বাংলাদেশের ফুটবলারের মুখে এমন পরিচয় শুনে সচিন বলেন, ‘কেমন আছ মারিয়া?’। আর সেইসঙ্গে সচিনের মুখে লেগে ছিল সেই চিরাচরিত হাসি। উত্তরে মারিয়া বলেন, ‘আমি ভাল আছি। আপনি কেমন আছেন?’সচিন তাঁকে বলেন, ‘ভাল আছি। একদম ভাল আছি। তুমি সত্যিকারের চ্যাম্পিয়ন।’
এদিন ফুটবলারদের চাপ কাটিয়ে শারীরিক ও মানসিকভাবে ফিট থাকার উপায় বলে দেন সচিন। তিনি এদিন বলেন,  ‘অতীতে যো তোমাদের সঙ্গে ঘটে গিয়েছে, সেটা ফিরে পাওয়া বা বদলানো সম্ভব নয়। ভবিষ্যতে কী হবে, সেটাও আমরা জানি না। তবে এই মুহূর্তে যা ঘটছে, অর্থাত্ যেটাকে বর্তমান বলে, সেটাই আমাদের হাতে রয়েছে। আর সেটাতেই জোর দিতে হবে।’
advertisement
p style="text-align: justify;">সচিন এদিন ফুটবলারদের আরও বলেন, ‘আমাদের শরীরের ভারসাম্য ঠিক রাখার সঙ্গে খাদ্যাভ্যাসের সম্পর্ক আছে। তোমরা যেটা ইচ্ছা খেতে পারো। তবে যখন খুশি তখনই খেতে পারো না। স্বাস্থ্যই সম্পদ। সেটা ভুললে চলবে না। শরীর ঠিক না থাকলে কিছুই ভাল হবে না।
বাংলা খবর/ খবর/খেলা/
'কেমন আছো মারিয়া?', সচিন তেন্ডুলকরের মুখে বাংলা ভাষা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement