চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আলোর জোয়ারে ভাসলেন সচিন, মন ছুঁয়ে যাওয়া ট্যুইটে জয় করলেন মন
Last Updated:
ক্রিকেটের দেবতার আনন্দে আনন্দিত সব মহল
#মুম্বই: উৎসবের আজ শেষ বেলা চন্দননগরবাসীর তো বটেই বাংলার বিভিন্ন প্রান্ত সহ দেশের বিভিন্ন এলাকার মানুষের মন খারাপ সেই মন ৷ কেননা আলোর রোশনাই নেই ৷ শেষ জগদ্ধাত্রী পুজো ৷ বিভিন্ন ধরনের পুজো, বাড়ির পুজো থেকে বারোয়ারি পুজো সবেতেই এক আলাদা মাত্রা বহন করে থাকে ৷ তবে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে বহুদূর থেকে বহু মানুষ এসেছে থাকেন ৷ চন্দননগর বাসীর কাছে যেন দুর্গাপুজোর আনন্দ ৷
চন্দননগরের পুজোর আনন্দে গা ভাসালেন তিনিও ৷ ভারতীয় সেনা বায়ু সেনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে রীতিমত আলোর বন্যায় ভেসেছে ৷ এই কার্নিভালে অংশ নিয়েছিল মোট ৭৬টি বারোয়ারি পুজো কমিটি ৷ আলোকসজ্জায় দেখানো হয়েছে ছিল ভারতীয় সেনাবাহিনীকে প্যারাস্যুটে সেনা নামছে ৷ ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সবাই ৷ এই ভিডিওটি দেখে আবেগপ্রবণ হয়েছেন ৷ ভারতীয় ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর ৷
advertisement
তিনি ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন ৷ মুগ্ধ হয়েছেন আলোর রোশনাইতে ৷ এই সুন্দর আলোর বন্যায় ভেসেছেন সচিন ৷ তিনি শারীরিক ভাবে উপস্থিত ছিলেন ঠিকই তবে মানসিক ভাবে তিনি যে চন্দননগরে ছিলেন তা আর বলার অপেক্ষা রাখেনা ৷
advertisement
We all have a lot of admiration, love and respect for our Armed Forces. Came across this wonderful video from the Jagadhatri Pooja procession at Chandannagar, West Bengal on Vijaya Dashami. A tribute to the @IAF_MCC! pic.twitter.com/MmYEPMPLxm
— Sachin Tendulkar (@sachin_rt) November 8, 2019
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2019 7:56 PM IST