corona virus btn
corona virus btn
Loading

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আলোর জোয়ারে ভাসলেন সচিন, মন ছুঁয়ে যাওয়া ট্যুইটে জয় করলেন মন

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আলোর জোয়ারে ভাসলেন সচিন, মন ছুঁয়ে যাওয়া ট্যুইটে জয় করলেন মন
সচিন তেন্ডুলকর ৷ ফাইল ছবি ৷

ক্রিকেটের দেবতার আনন্দে আনন্দিত সব মহল

  • Share this:

#মুম্বই: উৎসবের আজ শেষ বেলা চন্দননগরবাসীর তো বটেই বাংলার বিভিন্ন প্রান্ত সহ দেশের বিভিন্ন এলাকার মানুষের মন খারাপ সেই মন ৷ কেননা আলোর রোশনাই নেই ৷ শেষ জগদ্ধাত্রী পুজো ৷ বিভিন্ন ধরনের পুজো, বাড়ির পুজো থেকে বারোয়ারি পুজো সবেতেই এক আলাদা মাত্রা বহন করে থাকে ৷ তবে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে বহুদূর থেকে বহু মানুষ এসেছে থাকেন ৷ চন্দননগর বাসীর কাছে যেন দুর্গাপুজোর আনন্দ ৷

চন্দননগরের পুজোর আনন্দে গা ভাসালেন তিনিও ৷ ভারতীয় সেনা বায়ু সেনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে রীতিমত আলোর বন্যায় ভেসেছে ৷ এই কার্নিভালে অংশ নিয়েছিল মোট ৭৬টি বারোয়ারি পুজো কমিটি ৷ আলোকসজ্জায় দেখানো হয়েছে ছিল ভারতীয় সেনাবাহিনীকে প্যারাস্যুটে সেনা নামছে ৷ ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সবাই ৷ এই ভিডিওটি দেখে আবেগপ্রবণ হয়েছেন ৷ ভারতীয় ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর ৷

তিনি ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন ৷ মুগ্ধ হয়েছেন আলোর রোশনাইতে ৷ এই সুন্দর আলোর বন্যায় ভেসেছেন সচিন ৷ তিনি শারীরিক ভাবে উপস্থিত ছিলেন ঠিকই তবে মানসিক ভাবে তিনি যে চন্দননগরে ছিলেন তা আর বলার অপেক্ষা রাখেনা ৷

First published: November 8, 2019, 8:14 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर