হোম /খবর /খেলা /
মাটির উনুন-কালো হাঁড়ি,ফুঁ দিয়ে রান্না করছেন সচিন-অঞ্জলি-সারা তেন্ডুলকর, হলটা কী

Sachin Tendulkar: মাটির উনুন-কালো হাঁড়ি, ফুঁ দিয়ে রান্না করছেন সচিন-অঞ্জলি-সারা, তেন্ডুলকর পরিবারের হলটা কী

Sachin Tendulkar: মাঝে মধ্যে সুযোগ হলেই একেবারেই সাধারণ জীবন-যাপন করতে পছন্দ করেন কিংবদন্তী সচিন তেন্ডুলকর। তার প্রমাণ এর আগেও পেয়েছে সংবাদ মাধ্য থেকে শুরু করে তার ফ্যানেরা। এবার আরও একটি ছবি সামনে এসেছে মাস্টার ব্লাস্টার ও তাঁর পরিবারের। যা দেখে অবাক হয়েছেন সকলে।

আরও পড়ুন...
  • Share this:

মুম্বই: ‘ক্রিকেট ঈশ্বর’ বলা হয় তাঁকে। আন্তর্জাকিত ক্রিকেটে একমাত্র শত শতরানের মালিক তিনি। সম্পত্তির নিরিখেও বিশ্বের ধনীতম ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম। মহাতারকা হওয়ায় আর পাঁচটা সাধারণ মানুষের মত চাইলেও জীবন-যাপন করতে পারেন না তিনি। কিন্তু মাঝে মধ্যে সুযোগ হলেই একেবারেই সাধারণ জীবন-যাপন করতে পছন্দ করেন কিংবদন্তী সচিন তেন্ডুলকর। তার প্রমাণ এর আগেও পেয়েছে সংবাদ মাধ্য থেকে শুরু করে তার ফ্যানেরা। এবার আরও একটি ছবি সামনে এসেছে মাস্টার ব্লাস্টার ও তাঁর পরিবারের। যা দেখে অবাক হয়েছেন সকলে।

নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সচিন তেন্ডুলকর। যেখানে দেখা যাচ্ছে মাটির রান্না ঘর, মাটির উনুন, কালো হাঁড়ি, আর তাতে ফুঁ দিয়ে আগুনের তেজ বাড়াচ্ছেন সচিন তেন্ডুলকর। হাঁড়িতে রান্না করছেব অঞ্জলি ও রান্নায় সাহায্য করছেন সারা। তারা যে এই কাজ বেশ উপভোগ করছেন তা তাদের অভিব্যক্তিই বলে দিচ্ছিল ছবিতে। কী কারণে হঠাৎ রাজপ্রাসাদ থেকে মাটিতে নেমে এলেন সচিন সেই কারণও পোস্টের ক্যাপশনে নিজেই জানিয়েছেন সচিন।

ক্যাপশনে সচিন লিখেছেন, “আপনি যে প্রতিদিন হাফ সেঞ্চুরি করেন তা নয়। কিন্তু যখন আপনি করেন তখন যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কাছের তাদের সঙ্গে উদযাপন করে থাকেন। সম্প্রতি একটি শান্ত নির্জন গ্রামে আমার দলের সঙ্গে একটি বিশেষ ৫০ উদযাপন করেছি – আমার পরিবার!” এর পাশাপাশি অর্জুন তেন্ডুলকর আইপিএল খেলতে ব্যস্ত থাকার কারণে তাকে যে মিস করেছে গোটা পরিবার সেই কথাও জানিয়ে সচিন।

আরও পড়ুনঃ কোহলি-ধোনি না রোহিত-রাহুল, আইপিএলে কোন দল ও কোন তারকার ফ্যান রশ্মিকা, নিজেই করলেন রহস্য ফাঁস

সচিনের পোস্ট থেকে এটুকু বোঝা যাচ্ছে যে, গচ ২৪ এপ্রিল ৫০ তম জন্মদিন গিয়েছে ক্রিকেট কিংবদন্তীর। দীবনের ২২ গজে এই বিশেষ মাইলস্টোনকে বিশেষভাবে স্মরণ করে রাখতেই এই উদ্যোগ। রাজপ্রাসাদ, ফাইভ স্টার-সেভেন স্টার হোটেল বা কোনও বিদেশ ট্রিপে না গিয়ে একেবারে সাধারণ মানুষের মতই মাটির গন্ধের সঙ্গে মিশে থেকে জীবনের হাফ সেঞ্চুরিটা উপভোগ করেছেন সচিন। আর তাকে সঙ্গ দিয়েছে তাঁর গোটা পরিবার। সচিন তেন্ডুলকরের এমনভাবে জন্মদিন পালন মন ছুয়ে গিয়েছে ফ্যানেদের।

Published by:Sudip Paul
First published:

Tags: Birthday, Sachin Tendulkar, Village, Viral photo