অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণে শোকবার্তা সচিন, শোকবার্তা ক্রীড়া দুনিয়ার অন্য তারকাদেরও
Last Updated:
প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়ানে শোকের ছায়া ক্রীড়ামহলে ৷
#মুম্বই : লড়াই সাঙ্গ ৷ প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ৷ অটলজী-র মৃত্যুতে গভীর শোকের ছায়া সর্বত্র ৷ শোকের এই আবহে নিজেদের শোকবার্তা জানিয়েছেন ক্রীড়াবিদরাও ৷
সচিন থেকে সেওয়াগ, রাজ্যবর্ধন রাঠোর থেকে বিজেন্দ্র সিং সকলেই গভীরভাবে মর্মাহত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়ানে ৷
advertisement
advertisement
তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন অটল বিহারী বাজপেয়ী ৷ প্রথম পর্যায়ে ১৩ দিনের জন্য ৷ দ্বিতীয়বার ১১ মাসের জন্য আর ১৯৯৯ থেকে ২০০৪ তিনি নিজের পুরো টার্ম প্রধানমন্ত্রীত্ব করতে পেরেছিলেন অভিজ্ঞ এই রাজনৈতিক ব্যক্তিত্ব ৷
Location :
First Published :
August 16, 2018 7:43 PM IST