অজিত পওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ সচিন তেন্ডুলকরের, দিলেন হৃদয়স্পর্শী বার্তা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sachin Tendulkar Mourns Ajit Pawar's Passing: মহারাষ্ট্রের রাজনীতিতে গভীর শোক। বুধবার সকালে পুনে জেলার বারামতিতে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার প্রয়াত হন।
মহারাষ্ট্রের রাজনীতিতে গভীর শোক। বুধবার সকালে পুনে জেলার বারামতিতে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার প্রয়াত হন। তাঁর সঙ্গে আরও চারজন ওই দুর্ঘটনায় প্রাণ হারান। সরকারি সূত্রে জানানো হয়েছে, বারামতিতে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। অজিত পওয়ারের অকালপ্রয়াণে রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তিনি এক্স-এ লেখেন,”অজিত পওয়ারের প্রয়াণের সংবাদ শুনে গভীর দুঃখ পেয়েছি। মহারাষ্ট্রের জন্য কাজ করা একজন ভালো নেতা আজ আমরা হঠাৎ করে হারালাম। পওয়ার পরিবারের শোকের সঙ্গে আমি একাত্ম। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দান করুন।”
अजित पवार यांच्या निधनाची बातमी ऐकून खूप दुःख झाले. महाराष्ट्रासाठी काम करणारा एक चांगला नेता आज आपण अचानक गमावला आहे. पवार कुटुंबियांच्या दुःखात मी सहभागी आहे. ईश्वर त्यांच्या आत्म्यास शांती देवो.
भावपूर्ण श्रद्धांजली. ॐ शांती. 🙏🏽Very sad to learn about the untimely demise of…
— Sachin Tendulkar (@sachin_rt) January 28, 2026
advertisement
advertisement
অজিত পওয়ারের মৃত্যুতে মহারাষ্ট্র সরকার ২৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময়ে সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। এছাড়া বুধবার রাজ্যজুড়ে সমস্ত সরকারি দফতর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
১৯৫৯ সালের ২২ জুলাই জন্ম নেওয়া অজিত পওয়ার রাজনীতিতে আসেন তাঁর কাকা শরদ পওয়ারের অনুপ্রেরণায়। ১৯৮২ সালে তিনি একটি চিনিকলের পরিচালনা পর্ষদে নির্বাচিত হন। ১৯৯১ সালে বারামতি থেকে লোকসভায় নির্বাচিত হলেও পরে আসনটি কাকার জন্য ছেড়ে দেন। এরপর দীর্ঘদিন বারামতির বিধায়ক হিসেবে কাজ করেন।
advertisement
কঠোর পরিশ্রম, সময়নিষ্ঠা ও স্পষ্টভাষার জন্য অজিত পওয়ার পরিচিত ছিলেন। কংগ্রেস, শিবসেনা ও বিজেপির নেতৃত্বাধীন একাধিক সরকারে তিনি উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ মানুষের কাছে তিনি ‘দাদা’ নামেই বেশি পরিচিত ছিলেন। তাঁর মৃত্যু মহারাষ্ট্রের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 28, 2026 2:04 PM IST









