#মুম্বই: দেশজুড়ে চলছে চার দফার লকডাউন। করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতেই মানুষকে করা হয়েছে গৃহবন্দি। এই অবস্থায় সারা দেশে বন্ধ সিনেমা, সিরিয়াল, খেলা, স্কুল, কলেজ, অফিস প্রায় সব কিছুই। বাধ্য হয়েই ঘরে থাকতে হচ্ছে সেলেব থেকে সাধারণ মানুষকে। এই সময় ঘরে বন্দি হয়ে রয়েছেন ক্রিকেট সম্রাট সচিন তেন্ডুলকরও।
বাড়িতে থেকে মাঝে মধ্যেই তিনি তাঁর ইনস্টাতে পুরনো ছবি শেয়ার করছিলেন। সঙ্গে পুরনো স্মৃতি ভাগ করে নিচ্ছিলেন সকলের সঙ্গে। আবার কখনো যুবরাজ সিংয়ের চ্যালেঞ্জ মেনে নিয়ে চোখ বেঁধে ব্যাটবল খেলে পোস্টও করছেন। তবে এবার তিনি যা করলেন তা দেখে অবাক গোটা ক্রিকেট মহল।
লকডাউনের জন্য বন্ধ স্যাঁলো, পার্লার। কিন্তু বাড়িতে থাকতে থাকতে চুল দাড়ি যে বেড়ে যাচ্ছে ! সচিনের এক ছেলে ও এক মেয়ে। সারা ও অর্জুন। বাড়িতে থেকে অর্জুনের মাথায় চুল হয়েছে বেশ। এবার সচিন নিজেই হাতে তুলে নিলেন কাঁচি। মেয়ে সারার সাহায্য নিয়ে কেটে ফেললেন ছেলের চুল। দারুণ একটা স্টাইলও করে দিলেন। এই ভিডিও সচিন তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anjali tendulkar, Haircut, Sachin Tendulkar