অনন্ত-রাধিকার প্রি ওয়েডিংয়ে বহু দিন পর দেখা, সচিন তেন্ডুলকরকে আবেগভরা বার্তা সঞ্জয় দত্তের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sachin Tendulkar: গুজরাতের জামতারায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিংয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামারা। সেখানেই দেখা সচিন তেন্ডুলকর ও সঞ্জয় দত্তের।
গুজরাতের জামতারায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিংয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামারা। সেখানই দীর্ঘ দিন পর দেখা হয়ে ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকর ও বলিউড স্টার সঞ্জয় দত্তের।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সচিন তেন্ডুলকরের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সঞ্জয় দত্ত। ছবিতে শেরওয়ানি পরে রয়েছেন সচিন তেন্ডুলকর। সঞ্জয় দত্তকে কুর্তা পরিহিত নিজস্ব স্টাইলে দেখা গিয়েছে। সচিন তেন্ডুলকরের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সঞ্জয় দত্ত।
সচিনের সঙ্গে দীর্ঘ দিন পর দেখা হওয়ায় কতটা খুশি হয়েছেন সঞ্জয় দত্ত, তা পোস্টের ক্যাপশন থেকেই পরিষ্কার। ক্যাপশনে সঞ্জয় দত্ত লিখেছেন,”প্রিয় সচিন, এতদিন পর তোমার সঙ্গে দেখা করাটা আশ্চর্যজনক অনুঙূতি ছিল। তোমার পরিবারের সঙ্গেও দেখা করতে পেরে ভালো লাগলো। আপনি একজন কিংবদন্তি এবং সবসময় তাই থাকবেন।”
advertisement
advertisement
Dear @sachin_rt it was amazing to have met you after so long, was lovely to meet your family as well, you are a legend and will always be one. pic.twitter.com/eZ6F4On3im
— Sanjay Dutt (@duttsanjay) March 4, 2024
advertisement
সম্প্রতি পরিবার সহ কাশ্মীরে ঘুড়তে গিয়েছিলেন ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকর। ভূ-স্বর্গের নানা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন মাস্টার ব্লাস্টার। এবার সচিন তেন্ডুলকর ও সঞ্জয় দত্তের এই ছবিটিও নেট দুনিয়ায় ঝড় তুলেছে। লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছেন মাস্টার ব্লাস্টার ও সঞ্জু বাবা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2024 4:25 PM IST