রিওর গেমস ভিলেজে কমনওয়েলথের স্মৃতিচারণ সচিনের

Last Updated:

রিওতে এসে এখন উচ্ছ্বসিত মাস্টার ব্লাস্টার ৷ ভিলেজে গিয়ে দেখা করলেন ভারতীয় অ্যাথলিটদের সঙ্গেও ৷

#রিও দে জেনেইরো : ক্রিকেট কখনও অলিম্পিকের অংশ হয়নি ৷ তাই জীবনের সব মাইলস্টোন ছুঁলেও সব স্বপ্ন হয়তো পূরণ হয়নি সচিন তেন্ডুলকরের ৷  কিন্তু রিওতে এসে এখন উচ্ছ্বসিত মাস্টার ব্লাস্টার ৷ ভিলেজে গিয়ে দেখা করলেন ভারতীয় অ্যাথলিটদের সঙ্গেও ৷
অলিম্পিকে অংশগ্রহণ করার সুযোগ না পেলেও কমনওয়েলথ গেমসে খেলার অভিজ্ঞতা রয়েছে সচিনের ৷ তাই রিওর গেমস ভিলেজে ঢুকে আঠারো বছর আগের কুয়ালালামপুরের কথাই মনে পড়ে গেল তাঁর ৷ ওই গেমস বাকি ইভেন্টের সঙ্গে ছিল ক্রিকেটও ৷ ভারতীয় দলের অধিকাংশ সিনিয়র প্লেয়াররা গেমসে অংশগ্রহণ না করলেও সচিন ছিলেন ওই দলে ৷ তাই আবার গেমস ভিলেজে ঢুকে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মাস্টার ব্লাস্টার ৷ সচিন বলেন, ‘‘গেমস ভিলেজে ঢোকার অনুভূতিটা অসাধারণ। কমনওয়েলথের স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। যে বার ভারতীয় ক্রিকেট টিমের সঙ্গে আমি কমনওয়েলথ গেমসে গিয়েছিলাম। দু’টো গেমসের মধ্যে তুলনা হয় না, কিন্তু যে স্পিরিট আর এনার্জি ’৯৮-এর কমনওয়েলথে দেখেছি, সেটা একই আছে। আবহটাও একই রকম।’’
advertisement
sachin in rio
advertisement
এদিনে ভিলেজে দীপা কর্মকার, দ্যুতি চাঁদ-সহ অনেক ভারতীয় অ্যাথলিটদের সঙ্গেই দেখা করেন সচিন ৷ ছবি তুলে তা পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায় ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রিওর গেমস ভিলেজে কমনওয়েলথের স্মৃতিচারণ সচিনের
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement