Gambhir vs Sreesanth: গম্ভীর ঠিক কী ভাষায় আক্রমণ করেছিলেন জানালেন শ্রীসন্থ, নীরবতা ভাঙলেন কেকেআর মেন্টরও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Gambhir vs Sreesanth: ঘটনার পর একদিন যেতে না যেতেই গম্ভীর ঠিক তাঁকে কী বলেছিলেন তা জানালেন শ্রীসন্থ। ঘটনায় মুখ খুলেছেন গৌতম গম্ভীরও।
গৌতম গম্ভীর ও শ্রীসন্থের ঝামেলা ঘিরে ফের একবার সরগরম ভারতীয় ক্রিকেট মহল। সোশ্যাল মিডিয়াতেও উঠেছে ঝড়। লেজেন্ডস লিগ ক্রিকেটের ম্যাচে ঝামেলায় জড়িয়ে পড়েন দুই প্রাক্তন তারকা। ম্যাচের পর শ্রীসন্থ ভিডিও শেয়ার করে জানিয়েছিলেন যে ভাষা মাঠে বলেছেন গম্ভীর তা তিনি এখন মুখেও আনতে পারছেন না। তবে খুব শীঘ্রই সে কথা জানাবেন বলে জানিয়েছিলেন শ্রীসন্থ। ঘটনার পর একদিন যেতে না যেতেই গম্ভীর ঠিক তাঁকে কী বলেছিলেন তা জানালেন শ্রীসন্থ। মুখ খুলেছেন গৌতম গম্ভীরও।
লেজেন্ডস লিগে ইন্ডিয়া ক্যাপিটালসের হয়ে খেলছেন গৌতম গম্ভীর। শ্রীসন্থ খেলছেন গুজরাত জায়ান্টসের হয়ে। দুই দলের খেলা চলাকলীন শ্রীসন্থের বলে পরপর একটি ছয় ও একটি চার মারেন গম্ভীর। তৃতীয় বলে শ্রীসন্থ ডট করলে গম্ভীরের দিকে আক্রমণাত্মক দৃষ্টিতে তাকান শ্রীসন্থ। যা তাঁর স্বভাবজাত। এতেই চটে যান গম্ভীর। কদর্য ভাষায় আক্রমণ করেন বলে অভিযোগ করেছেন শ্রীসন্থ। কী বলেছেন গম্ভীর তাও খুব শীঘ্রই জানা যাবে বলে জানিয়েছেন শ্রীসন্থ।
advertisement
6… 4… Showdown! Watch till the end for Gambhir 👀 Sreesanth.
.
.#LegendsOnFanCode @llct20 pic.twitter.com/SDaIw1LXZP— FanCode (@FanCode) December 6, 2023
advertisement
২২ গজের ঝামেলা আম্পায়ারদের হস্তক্ষেপে থামলেও ম্যাচ শেষ হতেই আরও একটি ভিডিও শেয়ার করেন শ্রীলন্থ। সেখানে নিজের লড়াইয়ের কথা বলার পাশাপাশি গম্ভীর যে ইনেক সিনিয় ক্রিকেটারদেরও সম্মান করেন না সেই অভিযোগও করেন। এদিনের ঝামেলায় তাঁর কোনও দোষ নেই বলেও জানান শ্রীসন্থ।
advertisement
advertisement
ঘটনার এক দিন যেতে না যেতেই ইনস্টাগ্রাম লাইভে শ্রীসন্থ জানান গম্ভীর তাকে আসলে কী বলেছিলেন। শ্রীসন্থ বলেন,”গতকাল থেকে অনেক খবর কানে আসছে। গম্ভীর এমন একজন লোক টাকা খরচ করে অন্যান্যদের দিয়ে অনেক কথা বলাতে পারেন। তবে আমি একজন সাধারণ মানুষ। আমার লড়াই আমাকে একাই লড়তে হবে। আমি গতকাল ওকে কিছুই বলিনি। কিন্তু গম্ভীর আমাকে ফিক্সার, ফিক্সার, তুমি ম্যাচ ফিক্সার।” এছাড়া গম্ভীর তাকে গালি দেন বলেও জানিয়েছেন শ্রীসন্থ।
advertisement
advertisement
ঘটনায় প্রথমে কোনও মুখ না খুললেও বৃহস্পতিবার সরাসরি না হলেও প্রকারন্তরে মুখ খুলেছেন গৌতম গম্ভীরও। সোশ্য়াল মিডিয়ায় এক্স অ্যাকাউন্টে নিজের ভারতীয় দলের জার্সি পরা একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন,”স্মাইল হোয়েন দ্য ওয়ার্ল্ড ইজ় অল অ্যাবাউট অ্যাটেনশন।” বাংলায় যার অর্থ, “যখন গোটা দুনিয়া দৃষ্টি আকর্ষণ করতে চায় তখন শুধু হাসো।” অনেকেই মনে করছেন এই পোস্টের মাধ্যমে শ্রীসন্থকেই কটাক্ষ করেছেন গম্ভীর।
advertisement
Smile when the world is all about attention! pic.twitter.com/GCvbl7dpnX
— Gautam Gambhir (@GautamGambhir) December 7, 2023
প্রসঙ্গত,নিজের ডাকাবুকো স্বভাবের কারণে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। গত আইপিএলেও বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের বিবাদ নিয়ে কম জলঘোলা হয়নি। এবার ফের একবার ক্রিকেটে মাঠে ঝামেলায় জড়ালেন কেকেআরের নতুন মেন্টর। এই জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 07, 2023 9:33 PM IST