'নায়িকা গার্লফ্রেন্ড, ট্যাটু থাকতে হবে, তবে ভারতীয় দলে সুযোগ পাকা', মারাত্মক অভিযোগ

Last Updated:

S Badrinath: খুব শিগগিরই শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় দল। BCCI সম্প্রতি T20 এবং ODI ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের জন্য নির্বাচিত দলে রুতুরাজ গায়কওয়াড় এবং রিঙ্কু সিংকে অন্তর্ভুক্ত করা হয়নি। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার এস বদ্রীনাথ।

নয়াদিল্লি: খুব শিগগিরই শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় দল। BCCI সম্প্রতি T20 এবং ODI ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের জন্য নির্বাচিত দলে রুতুরাজ গায়কওয়াড় এবং রিঙ্কু সিংকে অন্তর্ভুক্ত করা হয়নি। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার এস বদ্রীনাথ।
শ্রীলঙ্কা সফরের আগে ভারতীয় দল জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। ওই সময়ে রুতুরাজ গায়কওয়াড় এবং রিঙ্কু সিং দুর্দান্ত পারফরর্ম করেন।
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক চার ম্যাচে ১৩৩ রান করেছিলেন। তিনি হাফ সেঞ্চুরিও করেন। চার ম্যাচে ৬০ রান করেন রিঙ্কু সিং। তার পরও শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে সুযোগ পাননি দুজনেই।
advertisement
advertisement
আরও পড়ুন- Hardik Pandya: শুধু সংসার নয়, এবার স্বপ্নও ভেঙে চুরমার! কী জানালেন হার্দিক
এবার ভারতীয় দলে নির্বাচনের মাপকাঠি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এস বদ্রীনাথ। টি-টোয়েন্টি দল থেকে রুতুরাজ গায়কওয়াড় এবং ওয়ানডে দল থেকে রিঙ্কু সিংকে বাদ দেওয়ার সমালোচনা করেছেন বদ্রীনাথ। তিনি বলেন, ভারতীয় দলে জায়গা করে নিতে খেলোয়াড়দের ব্যাড বয় ইমেজ লাগে। শরীরে ট্যাটু থাকতে হয়।
advertisement
বদ্রীনাথ বলেছেন, “কখনও কখনও মনে হয় আপনার একটা ব্যাড বয় ইমেজ দরকার। রিঙ্কু সিং, রুতুরাজ গায়কওয়াড়দের যখন ভারতীয় দলে নির্বাচিত করা হয় না তখন মনে হয় বলিউড অভিনেত্রী গার্লফ্রেন্ড না থাকলে ভারতীয় দলে সুযোগ পাওয়া যায় না।”
২৭ জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে হবে ভারতকে। ভারত সূর্যকুমার যাদবের নেতৃত্বে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
advertisement
আরও পড়ুন- গম্ভীর-ঘনিষ্ঠ হলেই ভারতীয় দলে সুযোগ? শ্রীলঙ্কায় যাচ্ছেন KKR-এর আরও দুই সতীর্থ
রোহিত শর্মার নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ভারতীয় দল ২২ জুলাই মুম্বই থেকে একটি চার্টার্ড ফ্লাইটে কলম্বোর উদ্দেশ্যে রওনা হবে। নায়ার এবং দিলীপও দলে যোগ দিতে পারেন।
বাংলা খবর/ খবর/খেলা/
'নায়িকা গার্লফ্রেন্ড, ট্যাটু থাকতে হবে, তবে ভারতীয় দলে সুযোগ পাকা', মারাত্মক অভিযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement