চিন্নাস্বামীতে ‘ডেভিলিয়ার্স ধমাকা ’ ! ফাইনালে আরসিবি

Last Updated:

গুজরাত লায়ন্স : ১৫৮ (২০ ওভার ) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ১৫৯/৬ ( ২০ ওভার) ১০ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে আরসিবি

গুজরাত লায়ন্স : ১৫৮ (২০ ওভার )
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ১৫৯/৬ ( ২০ ওভার)
১০ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে আরসিবি
advertisement
#বেঙ্গালুরু:  ‘সুপারম্যান’! এই একটা শব্দই একজন ক্রিকেটারের জন্য একেবারে আদর্শ ৷ তিনি দক্ষিণ আফ্রিকার নাগরিক এবং বিশ্ব ক্রিকেটের অত্যন্ত স্পেশ্যাল একজন ক্রিকেটার এবি ডেভিলিয়ার্স ৷ যাঁর কাছে হয়তো কোনও কিছুই অসম্ভব নয় ৷ দক্ষিণ আফ্রিকা হোক বা আরসিবি ৷ যে কোনও পরিস্থিতিতে নিজের দলকে জেতাতে তিনি একাই যথেষ্ট ৷
advertisement
Vivo IPL 2016 Qualifier 1 - GL v RCB
চিন্নাস্বামীর উইকেটে টার্গেট মাত্র ১৫৯ রানের ৷  তাও আবার যে দলে রয়েছে বিরাট, গেইল, ডেভিলিয়ার্স, ওয়াটসনের মতো বিশ্বের তাবড়-তাবড় তারকা ব্যাটসম্যান ৷ তাঁদের জয়টা স্রেফ সময়ের অপেক্ষা বলে ধরেই নিয়েছিলেন আরসিবি সমর্থকরা ৷ কিন্তু রান তাড়া করতে নেমে শুরুতেই ছন্দপতন ! শূন্য রানে আউট দলের এক নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলি ৷ অধিনায়কের পিছন পিছন একে একে প্যাভিলিয়ানে ফিরলেন গেইল (৯), ওয়াটসন (১) এবং লোকেশ রাহুলও (০) ৷ ধবল কুলকার্নির আগুনে পেসে তখন টগবগ করে ফুটছে রায়না-বাহিনী ৷ কিছু সময় যেতে না যেতেই আউট সচিন বেবিও ৷ স্টুয়ার্ট বিনি (২১) ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ ৷ আরসিবি ৬ উইকেট হারিয়ে মাত্র ৬৮ ৷ বেঙ্গালুরুতে যে অঘটন ঘটছে, তা এতক্ষণে প্রায় সবাই নিশ্চিত ৷ বরং আরসিবি-র এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোটাই অলৌকিক ঘটনা হবে ৷ কিন্তু তাঁরা হয়তো প্রত্যেকেই ভুলে গিয়েছিলেন ক্রিজে তখনও রয়েছেন এবি ডেভিলিয়ার্স ৷ উইকেটের ওপ্রান্তে স্রেফ একজন কেউ ধরে রাখলেই এই পরিস্থিতি থেকেও তিনি ম্যাচ বের করতে পারেন ৷ গোটা বিশ্ব মঙ্গলবার এই প্রোটিয়া ব্যাটসম্যানের সেই অবিশ্বাস্য ব্যাটিংটাই উপভোগ করল ৷ ক্রিকেটের ভাষায় ‘অমর ইনিংস’ বলতে যা বোঝে, এদিন সেটাই করে দেখালেন এবিডি ৷ মাত্র ৪৭ বলে ৭৯ রান করে অপরাজিত থাকলেন ডেভিলিয়ার্স ৷ এই সুপারম্যানের ব্যাটে ভর করেই হারা ম্যাচও জিতে ফাইনালে প্রবেশ করল বিরাট অ্যান্ড কোম্পানি ৷ সাত নম্বরে নেমে এবিডি-কে যোগ্য সঙ্গত করলেন নাইট রাইডার্সের প্রাক্তন ইকবাল আবদুল্লা (৩৩) ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
চিন্নাস্বামীতে ‘ডেভিলিয়ার্স ধমাকা ’ ! ফাইনালে আরসিবি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement