রবিবাসরীয় ফাইনালে দুই সাতের ডুয়েল... শেষ হাসি হাসবে কে ?

Last Updated:

বিশ্ব ফুটবল থেকে কি মুছে যাচ্ছে দশ নম্বরের গুরুত্ব ? এই ইউরো অন্তত সেই রকমই ইঙ্গিত দিচ্ছে।

#প্যারিস: একজনের কোড ‘ সিআর সেভেন’। অন্যজনের ‘এজি সেভেন’। একজন তারকা। অন্যজন ভবিষ্যতের। প্যারিস প্রহর গুনেছে দুই সাতের লড়াই দেখার জন্য। হ্যাঁ ঠিক ধরেছেন, রবিবাসরীয় ইউরো ফাইনালে একদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে অ্যান্টনি গ্রিজম্যান।
বিশ্ব ফুটবল থেকে কি মুছে যাচ্ছে দশ নম্বরের গুরুত্ব ? এই ইউরো অন্তত সেই রকমই ইঙ্গিত দিচ্ছে। ফ্রান্সে এবার যাঁরা হিরো হতে এসেছিলেন, ফাইনাল পর্যন্ত দশ নম্বরের তেমন কোনও নম্বর খুঁজে পাওয়া যায়নি। বরং রবিবার এক নতুন নম্বরের যুদ্ধে জন্য তৈরি হচ্ছে প্যারিস। লড়াই সাত বনাম সাতের। ডুয়েল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম অ্যান্টনিও গ্রিজম্যানের। ক্লাব ফুটবলের দ্বৈরথে গ্রিজম্যানকে টেক্কা দিয়েছেন রোনাল্ডো। ইউরোর ফাইনালে কী পারবেন ?
advertisement
দুই নায়কের বয়সের পার্থক্য পাঁচ বছর। এই ইউরোতে দু’জনেই খেলেছেন ছ’টি করে ম্যাচ। তবে গোলের নিরিখে রোনাল্ডোকে ছাপিয়ে গিয়েছেন গ্রিজম্যান। এইটুকু বাদ দিলে বাকি প্রতিটি জায়গাতেই রোনাল্ডোকে চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়েছেন ফ্রান্সের নতুন গ্রিজু। পর্তুগালের হয়ে ১৩২টি ম্যাচে ক্রিশ্চিয়ানোর গোল ৬১ । মারাত্মক গতি, সঙ্গে দুরন্ত স্পটজাম্প করার ক্ষমতাই ইউএসপি সিআর সেভেনের। দু’পায়ে হিলিয়ে দিতে পারেন প্রতিপক্ষের ডিফেন্সকে। আর সম্বল অসাধারণ সেট পিস মারার দক্ষতা। উল্টোদিকে ফরাসি জার্সিতে ৩৩ ম্যাচে ১৩টি গোল করা হয়ে গিয়েছে গ্রিজম্যানের। মূলত বাঁ-পায়ের ফুটবলার। আচমকাই দুর থেকে গোলে শট মারতে পারেন। কেরিয়ার শুরু করেছিলেন উইঙ্গার হিসেবে। তাই দ্রুত পজিশন বদলাতে পারেন।
advertisement
advertisement
রসদ রয়েছে। মঞ্চও প্রস্তুত। প্যারিসের সঙ্গে ফুটবল বিশ্ব তৈরি একটা ‘পাওয়ার প্যাক্ট’ ফাইনাল দেখার জন্য। রোনাল্ডো না গ্রিজম্যান, কে হবেন হিরো ? তার উত্তর পাওয়া যাবে ফাইনালের পরেই।
বাংলা খবর/ খবর/খেলা/
রবিবাসরীয় ফাইনালে দুই সাতের ডুয়েল... শেষ হাসি হাসবে কে ?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement