#মোহালি: দ্বিতীয় বিবাহবার্ষিকী। স্ত্রীয়ের সঙ্গে সেলিব্রেশনের বদলে জাতীয় দলের জার্সিতে মাঠে নামা। কিন্তু উপহার তো যে কোনও ভাবেই দেওয়া যায়। মাঠে বসেই উপহার পেয়ে গেলেন স্ত্রী ঋতিকা সজদেহ ৷ মোহালিতে আবার দেখা গেল ‘রোহিত শো’।
ওয়ান ডে-তে তৃতীয় ডাবল সেঞ্চুরি ভারতের স্টপগ্যাপ ক্যাপ্টেনের। হোক না প্রতিপক্ষ দুর্বল শ্রীলঙ্কা। প্রথম ওয়ান ডে-তে বিশ্রি হারের পর বলেছিলেন, ঘুরে দাঁড়াতে হবে। কিন্তু সেটা যে এরকমভাবে হবে, ভাবেননি অভিষেক সিরিজে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করা থিসারা পেরেরা। সুখের দিনে চোখে জল বেটার হাফ ঋতিকার। কিন্তু কোথাও যেন দিনের শেষে একজন গর্বিত স্ত্রী ।
A captain's knock. @ImRo45 has looked in full flow and has marched on to a well-made century. ODI Century no. 16 #TeamIndia #INDvSL pic.twitter.com/qWtwNpp7dr
— BCCI (@BCCI) December 13, 2017
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mohali, Ritika Sajdeh, Rohit Sharma, Tripple Double Century