Sourav Ganguly on Rahit Sharma: অধিনায়কত্বের জন্য তৈরিই ছিলেন না রোহিত! কী ভাবে রাজি করানো হয়েছিল? ফাঁস করলেন সৌরভ

Last Updated:

Sourav Ganguly on Rahit Sharma: এক বছরের মধ্যেই দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে ভারত। দু’টি বিশ্বকাপের ফাইনালে ওঠার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

সৌরভ এবং রোহিত।
সৌরভ এবং রোহিত।
নয়াদিল্লি: এক বছরের মধ্যেই দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে ভারত। দু’টি বিশ্বকাপের ফাইনালে ওঠার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। আর রোহিত শর্মার অধিনায়ক হওয়া নিয়েও বিতর্ক কম হয়নি। অধিনায়ক হওয়ার জন্য নাকি তৈরিই ছিলেন না রোহিত শর্মা। কী ভাবে রোহিতকে রাজি করান প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ? নিজেই জানালেন সেই কথা।
advertisement
সংবাদ সংস্থা পিটিআইকে সেই ঘটনার স্মৃতিচারণা করে  বলেন, “অপরাজিত অবস্থায় দুটো বিশ্বকাপের ফাইনালে পৌঁছনো থেকেই বোঝা যায় ও কেমন অধিনায়ক এবং দলকে কেমন নেতৃত্ব দিচ্ছে। আমি একটুও অবাক হইনি কারণ ও যখন অধিনায়ক হল তখন আমি বিসিসিআই প্রেসিডেন্ট, তখনও বিরাট কোনও মতেই অধিনায়কত্ব করতে চাইছিল না”।
advertisement
শুধু তাই নয়, কী ভাবে রোহিতকে রাজি করিয়েছিলেন সৌরভ, সেই ঘটনাও ফাঁস করেছেন তিনি। “ওকে অধিনায়ক হওয়ার জন্য রাজি করাতে অনেকটা সময় লেগেছিল, কারণ অধিনায়ক হওয়ার জন্য ও একদম তৈরি ছিল না। আমরা সবাই ওকে অনেক বুঝিয়েছিলাম, আমি খুব খুশি যে ভারতীয় দল ওর নেতৃত্বে অনেক এগিয়েছে”, অতীতের স্মৃতিচারণা করে বলেন সৌরভ।
advertisement
অধিনায়ক হিসাবে পাঁচটি আইপিএল জিতেছেন রোহিত। সেই প্রসঙ্গও উল্লেখ করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেই সঙ্গে বলেন, “ছ’মাস আগে রোহিত মুম্বইয়েরও অধিনায়ক ছিল না। এখন সেই রোহিতের নেতৃত্বেই ভারত অপরাজিত থেকে বিশ্বকাপ ফাইনাল খেলবে!”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly on Rahit Sharma: অধিনায়কত্বের জন্য তৈরিই ছিলেন না রোহিত! কী ভাবে রাজি করানো হয়েছিল? ফাঁস করলেন সৌরভ
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement