রেলিংয়ে দাঁড়িয়ে হাউহাউ করছে ছোট ছেলেটি, রোহিত নিজে গেলেন এগিয়ে, তারপরেই ম্যাজিক, ভাইরাল ভিডিও

Last Updated:

কাঁদতে থাকা ছোট ফ্যানের মুখে হাসি ফোটালেন রোহিত শর্মা, দেখে নিন ঠিক কী ঘটেছিল মাঠে, সেই ভাইরাল ভিডিও

Rohit Sharma shows adorable moment with little fan, watch viral video- Photo- AFP
Rohit Sharma shows adorable moment with little fan, watch viral video- Photo- AFP
#গুয়াহাটি: ভারতীয় ক্রিকেটারদের স্টারডম কারোর কাছেই গোপন নয়। খেলোয়াড়দের এক ঝলক পেতে ভক্তরা নানা চেষ্টা করেন। এমন কিছু ভক্ত আছেন যাঁরা তাঁদের প্রিয় খেলোয়াড়কে এতটাই ভালোবাসেন যে তাঁকে দেখে তাঁরা আবেগের ওপর নিয়ন্ত্রণও রাখতে পারেন না, অনেক সময়েই কান্নায় ভেঙে পড়েন।
ফের একবার এরকমই আবেগের বিস্ফোরণ দেখল গুয়াহাটি। ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতীয় দল গুয়াহাটিতে৷ সেখানেই রোহিত শর্মাকে দেখে এক ভক্ত আবেগ আপ্লুত হয়ে কাঁদতে শুরু করে৷ এরপরে, রোহিত নিজেই  পৌঁছে যান তাঁর খুদে  ভক্তের কাছে পৌঁছে যান৷ রোহিতের সেই মিষ্টি ব্যবহারের ভিডিও ভাইরাল হচ্ছে । গুয়াহাটিতে ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওডিআই খেলা হবে।
advertisement
advertisement
রোহিত শর্মা এবং টিম ইন্ডিয়ার বাকি খেলোয়াড়রা বারসাপাড়া স্টেডিয়ামে অনুশীলন করছিলেন। নিজেদের প্রিয় খেলোয়াড়দের দেখতে অনেক ভক্ত অনুশীলন এলাকা সংলগ্ন স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে ছিলেন। ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনের পর একে একে সব খেলোয়াড় টিম বাসের দিকে   ফিরে যেতে থাকে। রোহিত স্ট্যান্ডের কাছে যেতেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা তার ছোট্ট ফ্যানটি তাঁকে দেখে জোরে জোরে কাঁদতে শুরু করে। নিজের ছোট্ট ভক্তের চোখে জল দেখে রোহিত নিজেই তাঁর কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করেন। তখন শিশুটি জানায় রোহিত তাঁর  প্রিয় ক্রিকেটার।
advertisement
দেখে নিন ঠিক কী ঘটেছিল মাঠে, সেই ভাইরাল ভিডিও
advertisement
কাঁদতে থাকা ছোট ফ্যানের মুখে হাসি ফোটালেন রোহিত শর্মা
রোহিত ছোট ছেলেটিকে বলেন,  কাঁদছ কেন?  এই বলে  ছোট্ট বাচ্চাটির গাল টানতে থাকে। তাঁর প্রিয় তারকা ক্রিকেটারের কাছ থেকে আদর পেয়ে এই ছোট্ট ভক্তের মুখে হাসি ফিরে আসে।
এদিকে সেখানে উপস্থিত বাকি ভক্তরাও রোহিতের কাছে সেলফি দাবি  করেন। রোহিত কাউকে নিরাশ করেননি এবং সেলফি তোলার পর তিনি টিম বাসে উঠেছিলেন।
advertisement
গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম শ্রীলঙ্কা একদিনের ক্রিকেট সিরিজ৷  ভারত ২০১৮ সালে এখানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই খেলেছিল। সেই ম্যাচে, রোহিত শর্মা ১১৭ বলে ১৫২ রান করেছিলেন এবং টিম ইন্ডিয়া ২ উইকেট হারিয়ে জয়ের জন্য ৩২৩ রানের লক্ষ্য অর্জন করেছিল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রেলিংয়ে দাঁড়িয়ে হাউহাউ করছে ছোট ছেলেটি, রোহিত নিজে গেলেন এগিয়ে, তারপরেই ম্যাজিক, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement