ধোনির মতো তাঁর অধিনায়কত্ব, খোলামেলা জবাব রোহিতের
Last Updated:
বিরাট সবসময়ের অধিনায়ক কিন্তু রোহিত স্ট্যান্ডবাই অধিনায়ক, তবে যখনই পান তখনই জাদু দেখান রোহিত ৷
#দুবাই: অধিনায়ক শব্দটা তাঁর নামের পাশে স্থায়ী নয় ৷ কিন্তু যখনই দায়িত্ব পান তখনই সফলভাবে পালন করেন ৷ তিনি রোহিত শর্মা ৷ ২০১৮ এশিয়াকাপের অধিনায়ক জিতে অধিনায়ক হিসেবে আরও একটা পালক নিজের মুকুটে পরলেন রোহিত ৷
রোহিতের নিজের মত তাঁর অধিনায়কত্বের ধাঁচটা মহেন্দ্র সিং ধোনির মতো ৷ রোহিত বলেছেন, ‘‘ আমি দীর্ঘদিন দেখেছি (ধোনি) কীভাবে দলকে পরিচালনা করেন ৷ কখনও ও প্যানিক হয় না ৷ধীরেসুস্থে নিজের সিদ্ধান্ত নেয় ৷ আমার সঙ্গে এই বিষয়টা বেশ মেলে ৷’’
advertisement
advertisement
তিনি আরও বলেছেন, ‘‘আমিও প্রথমে ভাবি তারপর কাজ করার চেষ্টা করি { 50 ওভারে অনেকটা সময় পাওয়া যায় ঠিকই ,তাও সময় বার করেই ভাবতে হয় ৷ ওঁর অধিনায়কত্বে থেকে আমি ভালো করে সেই বিষয়টাই শিখেছি ৷ ’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 29, 2018 4:56 PM IST
