রোহিতের চোখে জল, মনে পড়ে গেল ২০২৪! আবেগ-উচ্ছ্বাস বাঁধ মানল না হিটম্যানের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma: ফাইনালের অন্যতম আকর্ষণীয় দৃশ্য ছিল গ্যালারিতে উপস্থিত রোহিত শর্মার প্রতিক্রিয়া। চোখের জল বাঁধ মানল না হিটম্যানের।
বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল লিখে ফেলল এক গৌরবময় ইতিহাস। ৫২ রানে ম্যাচ জিতে প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ ট্রফি ঘরে তুলল ভারতের মেয়েরা। দীর্ঘ দুই দশকের অপেক্ষা, ব্যর্থতা ও চোখের জলের পর অবশেষে এল কাঙ্ক্ষিত সাফল্য। মাঠে গর্জে উঠল দর্শক, আকাশে উড়ল জাতীয় পতাকা, আর সারা দেশে শুরু হল উৎসব।
ফাইনালের অন্যতম আকর্ষণীয় দৃশ্য ছিল গ্যালারিতে উপস্থিত রোহিত শর্মার প্রতিক্রিয়া। ভারতের আইসিসি নাম্বার ওয়ান ওডিআই ব্যাটার এবং সফল অধিনায়ক হিসেবে তিনি নিজেই ছিলেন সাম্প্রতিক পুরুষ টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির জয়ী দলের নেতা। মুম্বইতে স্টেডিয়ামে বসে হরমনপ্রীতদের বিশ্বজয় দেখে হয়তো রোহিতের মনে পড়ে গিয়েছিল ২৯ জুন ২০২৪-এর কথা। কার্যত হেরে যাওয়া ম্যাচে ঘুড়ে দাঁড়িয়ে কীভাবে এই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই টি-২০ ক্রিকেটে দ্বিতীয়বার বিশ্বজয় করেছিল তার দল।
advertisement
— just media 📷 (@rohitmedia45) November 2, 2025
advertisement
কিন্তু এদিন তিনি ছিলেন শুধুই এক গর্বিত দর্শক। তবে আবেগ ও আনন্দে কোনও ভাঁটা পড়েনি। হিটম্যানের চোখে জল তারই প্রমাণ। শেফালি ভার্মার আগ্রাসী ব্যাটিং, স্মৃতি মন্ধানার নান্দনিক শট আর দীপ্তি শর্মার অসাধারণ বোলিংয়ে তিনি যেমন উচ্ছ্বসিত ছিলেন, তেমনি শেষ উইকেট পড়ার মুহূর্তে আবেগে ভেসে ওঠেন।
advertisement
This moment 🥹💙#AaliRe #CWC25 #INDvSA #TeamIndia | Rohit Sharma pic.twitter.com/rBFCN6bCFL
— Mumbai Indians (@mipaltan) November 2, 2025
advertisement
রোহিতের চোখের জল ও অবিরাম হাততালি যেন প্রতিটি ভারতীয়ের অনুভূতির প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই দৃশ্য — “রোহিত জানে, এই জয়ের মানে কী” ও “রাজা তার রাণীদের সালাম জানাল” এমন বার্তায় ভরে ওঠে টাইমলাইন। এটি ছিল এমন এক মুহূর্ত, যখন ভারতীয় ক্রিকেটের পুরুষ ও মহিলা অধ্যায় পাশাপাশি দাঁড়িয়ে গৌরবে একসূত্রে বাঁধা পড়ল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2025 10:04 AM IST

