ICC t20 World Cup 2024: দ্রাবিড় নিয়ে আবেগতাড়িত রোহিত শর্মা, বললেন, 'আমি চেষ্টা করেছিলাম, কিন্তু…'

Last Updated:

ICC t20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের পরেই ভারতের দায়িত্ব ছাড়তে চলেছেন রাহুল দ্রাবিড়। কোচ হিসাবেও ভেসে এসেছে একাধিক নাম। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযানে নামার আগে সেই প্রসঙ্গ উঠে এল ভারতের অধিনায়ক রোহিত শর্মার মুখে।

আগামীকাল নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ। এমনিতেই বিশ্বকাপের পিচ নিয়ে আলোচনা হচ্ছে চারপাশে। এরই মধ্যে আইসিসিকে পিচ নিয়ে নালিশ করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
আগামীকাল নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ। এমনিতেই বিশ্বকাপের পিচ নিয়ে আলোচনা হচ্ছে চারপাশে। এরই মধ্যে আইসিসিকে পিচ নিয়ে নালিশ করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
নিউ ইয়র্ক: বুধবারই রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে শেষ বার মাঠে নামবে ভারত। টি২০ বিশ্বকাপের পরেই ভারতের দায়িত্ব ছাড়তে চলেছেন রাহুল দ্রাবিড়। কোচ হিসাবেও ভেসে এসেছে একাধিক নাম। তবে সবচেয়ে বেশি গুঞ্জন শোনা গিয়েছে গৌতম গম্ভীরের নামে, তবে সরকারি ঘোষণা এখনও হয়নি।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযানে নামার আগে সেই প্রসঙ্গ উঠে এল ভারতের অধিনায়ক রোহিত শর্মার মুখে। তিনি বলেন, “আমি চেষ্টা করেছিলাম ওকে বোঝাতে। কিন্তু এ সবের বাইরেও ওর বেশ কিছু কাজ রয়েছে। ব্যক্তিগত ভাবে আমি ওর সঙ্গে খুব ভাল সময় কাটিয়েছি। আমি নিশ্চিত, বাকিরাও তাই বলবে। ওঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ”। শেষ দিকে কিছুটা আবেগতাড়িতও হয়ে পড়েন রোহিত।
advertisement
advertisement
দ্রাবিড়-রোহিতের এই সখ্যতা অবশ্য আজকের নয়। ২০০৭ সালে দ্রাবিড়ের অধিনায়কত্বেই ভারতের হয়ে অভিষেক হয় রোহিত শর্মার। সেই প্রসঙ্গে ভারতের অধিনায়ক বলেন, “দ্রাবিড় আমার কেরিয়ারের প্রথম অধিনায়ক, ওর নেতৃত্বেই আয়ারল্যান্ডে আমার অভিষেক হয়েছিল। তার পরে যখন টেস্ট খেলতে শুরু করলাম, তখনও ওই অধিনায়ক ছিল। আমাদের কাছে দ্রাবিড় এক জন বিরাট রোল মডেল”।
advertisement
বুধবার আয়ারল্যান্ড ম্যাচের আগে আরও বলেন, “ছোটবেলা থেকে ওর খেলা দেখে বড় হয়েছি, আমরা জানি ব্যক্তিগত ভাবে ও কতটা সাফল্য পেয়েছে এবং দলের জন্যও ওঁর অবদান কতটা। খারাপ সময় থেকে দলকে নানা সময়ে ও উদ্ধার করেছে”।
এই বিশ্বকাপটি দ্রাবিড়ের ভারতের কোচ হিসাবে শেষ বিশ্বকাপ, সেই সঙ্গে টি২০ ক্রিকেটের অধিনায়ক হিসাবেও হয়তো রোহিতের শেষ বিশ্বকাপ। দেখা যাক এই জুটির শেষটা কেমন হয়…
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC t20 World Cup 2024: দ্রাবিড় নিয়ে আবেগতাড়িত রোহিত শর্মা, বললেন, 'আমি চেষ্টা করেছিলাম, কিন্তু…'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement