বুমরাকে নকল করল রোহিতের ছোট্ট মেয়ে, দেখে মুগ্ধ তারকা পেসার! রইল ভিডিও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
করোনা সংকটের জেরে আপাতত তাই নিজেদের পরিবারের সঙ্গেই অনেক ভাল ভাল সময় কাটাতে পারছেন ক্রিকেট তারকারা৷
#মুম্বই: করোনার জেরে দেশে লকডাউন চলছে৷ ভেস্তে যাওয়ার মুখে আইপিএল৷ আন্তর্জাতিক ক্রিকেটও কবে শুরু হবে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা৷ করোনা সংকটের জেরে খেলাধুলোও পিছনের সারিতে চলে গিয়েছে৷ ক্রিকেটাররাও এখন গৃহবন্দি৷ বছরভর তাঁরা আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএল নিয়ে ব্যস্ত থাকেন৷ ফলে পরিবারকে অনেকেই সময় দিতে পারেন না৷ করোনা সংকটের জেরে আপাতত তাই নিজেদের পরিবারের সঙ্গেই অনেক ভাল ভাল সময় কাটাতে পারছেন ক্রিকেট তারকারা৷ ভারতীয় ক্রিকেটাররাও তার ব্যতিক্রম নয়৷ পরিবারের সঙ্গে কাটানো বেশ কিছু ভাল মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছেন ক্রিকেট তারকারা৷
যেমন ভারতীয় একদিন এবং টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে মেয়ে সামাইরার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভারতীয় দলে তাঁর সতীর্থ যশপ্রীত বুমরা৷ কারণ খুদে সামাইরার কীর্তি দেখে তার ভক্ত হয়ে গিয়েছেন ভারতীয় দলের তারকা পেসার৷
আসলে ভিডিও-তে দেখা যাচ্ছে, ছোট্ট সামাইরা বুম বুম বুমরাকে অনুকরণ করে দেখাচ্ছে৷ উইকেট নেওয়ার পর বুমরা কীভাবে সেলিব্রেট করেন, সেটাই অনুকরণ করে দেখিয়েছে সামাইরা৷ রোহিতের স্ত্রী ঋতিকার কথাতেই বুমরার অনুকরণ করে দেখিয়েছে সে৷ মেয়ের এই কীর্তি দেখে হেসে গড়িয়ে পড়ছেন রোহিতও৷ টুইটার বার্তায় রোহিত এবং তাঁর স্ত্রী ঋতিকাকে উদ্দেশ করে বুমরা লিখেছেন, 'দেখে মনে হচ্ছে ও আমার থেকেও এটা ভাল করছে! আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা দেখার পর ও যতটা না আমার ভক্ত, তার থেকে বেশি আমি ওর ভক্ত হয়ে গিয়েছি৷' ভিডিও-তে দেখে নিন ছোট্ট সামাইরার কীর্তি-
advertisement
advertisement
I think she does it better than me @ImRo45 @ritssajdeh!I can safely say I am a bigger fan of hers than she is of me. 😇 pic.twitter.com/rHP5g52e20
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) April 3, 2020
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2020 11:15 PM IST

