বুমরাকে নকল করল রোহিতের ছোট্ট মেয়ে, দেখে মুগ্ধ তারকা পেসার! রইল ভিডিও

Last Updated:

করোনা সংকটের জেরে আপাতত তাই নিজেদের পরিবারের সঙ্গেই অনেক ভাল ভাল সময় কাটাতে পারছেন ক্রিকেট তারকারা৷

#মুম্বই: করোনার জেরে দেশে লকডাউন চলছে৷ ভেস্তে যাওয়ার মুখে আইপিএল৷ আন্তর্জাতিক ক্রিকেটও কবে শুরু হবে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা৷ করোনা সংকটের জেরে খেলাধুলোও পিছনের সারিতে চলে গিয়েছে৷ ক্রিকেটাররাও এখন গৃহবন্দি৷ বছরভর তাঁরা আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএল নিয়ে ব্যস্ত থাকেন৷ ফলে পরিবারকে অনেকেই সময় দিতে পারেন না৷ করোনা সংকটের জেরে আপাতত তাই নিজেদের পরিবারের সঙ্গেই অনেক ভাল ভাল সময় কাটাতে পারছেন ক্রিকেট তারকারা৷ ভারতীয় ক্রিকেটাররাও তার ব্যতিক্রম নয়৷ পরিবারের সঙ্গে কাটানো বেশ কিছু ভাল মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছেন ক্রিকেট তারকারা৷
যেমন ভারতীয় একদিন এবং টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে মেয়ে সামাইরার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভারতীয় দলে তাঁর সতীর্থ যশপ্রীত বুমরা৷ কারণ খুদে সামাইরার কীর্তি দেখে তার ভক্ত হয়ে গিয়েছেন ভারতীয় দলের তারকা পেসার৷
আসলে ভিডিও-তে দেখা যাচ্ছে, ছোট্ট সামাইরা বুম বুম বুমরাকে অনুকরণ করে দেখাচ্ছে৷ উইকেট নেওয়ার পর বুমরা কীভাবে সেলিব্রেট করেন, সেটাই অনুকরণ করে দেখিয়েছে সামাইরা৷ রোহিতের স্ত্রী ঋতিকার কথাতেই বুমরার অনুকরণ করে দেখিয়েছে সে৷ মেয়ের এই কীর্তি দেখে হেসে গড়িয়ে পড়ছেন রোহিতও৷ টুইটার বার্তায় রোহিত এবং তাঁর স্ত্রী ঋতিকাকে উদ্দেশ করে বুমরা লিখেছেন, 'দেখে মনে হচ্ছে ও আমার থেকেও এটা ভাল করছে! আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা দেখার পর ও যতটা না আমার ভক্ত, তার থেকে বেশি আমি ওর ভক্ত হয়ে গিয়েছি৷' ভিডিও-তে দেখে নিন ছোট্ট সামাইরার কীর্তি-
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বুমরাকে নকল করল রোহিতের ছোট্ট মেয়ে, দেখে মুগ্ধ তারকা পেসার! রইল ভিডিও
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement