Rohit Sharma ODI Captain: একদিনের ক্রিকেটেও ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা, কোহলি শুধু টেস্টে

Last Updated:

Rohit Sharma Team India ODI Captain: টি-২০ ও একদিনের ক্রিকেটে এবার ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।

#মুম্বই: যেমনটা ভাবা হয়েছিল, ঠিক সেটাই হল। গত কয়েক মাস ধরেই জল্পনা ছিল। এবার সেই জল্পনাই সত্যি হল। একদিনের ক্রিকেটেও ভারতীয় দলের ক্যাপ্টেন হলেন রোহিত শর্মা। এদিন বিসিসিআই সরকারিভাবে ঘোষণা করল। ফলে এবার শুধুমাত্র টেস্ট ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।
টি-২০ বিশ্বকাপ শেষেই ছোট ফরম্যাটের ক্রিকেটে ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। তাঁর অনুপস্থিতিতে রোহিত ছাড়া আর কাউকে ভাবেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে এবার টি-২০ ও একদিনের ক্রিকেটে ভারতীয় দলের ক্যাপ্টেন হলেন রোহিত শর্মা।
আরও পড়ুন- রূপের রানি ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীরা!প্রতিযোগিতায় হেরে যেতে পারেন বহু Model
হিটম্যানের অবশ্য একদিনের ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। ইতিমধ্যে দশটি একদিনের ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে রোহিত শর্মা। এর আগে বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দলকে এশিয়া কাপ জিতিয়েছেন তিনি। তখন থেকেই একদল সমর্থক রোহিত শর্মাকে ভারতীয় দলের ক্যাপ্টেন করার দাবি তুলেছিলেন।
advertisement
advertisement
ইতিমধ্যে টি-২০ ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক হয়েই সাফল্য পেয়েছেন রোহিত শর্মা। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজ জিতেছে ভারতীয় দল। এদিকে, রবি শাস্ত্রীর পর ভারতীয় দলের নতুন কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। ফলে কোহলি-শাস্ত্রী যুগের অবসানের পর এবার রোহিত-দ্রাবিড় যুগের সূচনা হয়েছে। আর বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছেন, রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় দল নতুন উচ্চতায় উঠবে।
advertisement
আরও পড়ুন- কিছুক্ষণ আগের ছবিতেই সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন সারা তেন্ডুলকর!
সামনের বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। অর্থাত্, সেই সিরিজই রোহিত শর্মার ক্যাপ্টেন হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট। তবে অনেকেই আশঙ্কা করছেন,  চাপ সামলাতে গিয়ে ক্যাপ্টেন রোহিত শর্মার ব্যাটিংয়ে প্রভাব পড়তে পারে। কারণ এর আগে বিরাট কোহলির সঙ্গেও ঠিক এমনটাই হয়েছে। সম্ভবত সেই জন্যই কোহলি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। টি-২০, একদিন ও টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসাবে চাপ সামলাতে গিয়ে হিমশিম খেয়েছেন ক্যাপ্টেন কোহলি। ব্যাটার বিরাটকে যার জন্য মুশকিলে পড়তে হয়েছে বারবার।
বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma ODI Captain: একদিনের ক্রিকেটেও ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা, কোহলি শুধু টেস্টে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement