Rohit Sharma, Mumbai Indians: এবার ঘুম থেকে উঠতে হবে মুম্বইকে, কড়া বার্তা অধিনায়ক রোহিত শর্মার
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Rohit Sharma admits bowling cost Mumbai Indians match against Delhi capitals. বোলারদের সমালোচনা করলেও মুম্বই ইন্ডিয়ান্স কামব্যাক করবে নিশ্চিত রোহিত শর্মা
#মুম্বই: রোহিত শর্মা কিছুটা হলেও চিন্তিত। এখন তিনি ভারতের জাতীয় দলের অধিনায়ক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল ক্যাপ্টেন। পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার নজির নেই অন্য কোন অধিনায়কের। তাই মুম্বই ইন্ডিয়ান্স এবং রোহিত শর্মার ওপর প্রত্যাশা বাকিদের তুলনায় বেশি থাকবে সেটাই স্বাভাবিক। মরশুমের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের জঘন্য রেকর্ড অব্যাহত।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এ মরশুমের প্রথম ম্যাচ মিলিয়ে নাগাড়ে ১০ মরশুম নিজেদের প্রথম ম্যাচ হারল রেকর্ড চ্যাম্পিয়নরা। ১৭৭ রান তুললেও, ১০ বল বাকি থাকতেই চার উইকেটে ম্যাচ জিতে যায় দিল্লি। ম্যাচ হারলেও দলের ব্যাটারদের প্রশংসার পাশাপাশি বোলারদের বিঁধলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ শেষে রোহিত বলেন, আমার মতে আমাদের কাছে যথেষ্ট রান ছিল। পিচ দেখে শুরুতে মনে হচ্ছিল না যে ১৭০-র বেশি রান করতে পারব।
advertisement
advertisement
Some solid performances today 💪 Vote for your @UshaPlay Paltan's Player of the Match 🏏 DM "DCvMI" or click the link below to 𝐕𝐎𝐓𝐄 𝐍𝐎𝐖 ⬇️https://t.co/AAF6bzP6BX#OneFamily #DilKholKe #MumbaiIndians #TATAIPL #DCvMI @UshaIntl pic.twitter.com/HQOwoJy3RX
— Mumbai Indians (@mipaltan) March 27, 2022
advertisement
তবে আমরা ইনিংসের শেষটা খুবই ভাল করি। শুধুমাত্র আমাদের বোলিংটাই একদম পরিকল্পনা মতো হয়নি। মুম্বইয়ে বোলিং বিভাগের প্রধান অস্ত্র জসপ্রীত বুমরাহ এদিন সম্পূর্ণ ব্যর্থ। ৩.২ ওভারে বিনা উইকেটে তিনি ৪৩ রান দেন, যা দলের ব্যর্থতার অন্যতম কারণ। নাগাড়ে ১০ মরশুম প্রথম ম্যাচে হারলেও খুব বেশি চিন্তত নন রোহিত। এই নিয়ে (১০ ম্যাচ হারা) আমাদের মধ্যে কোনওদিন তেমন কথা হয়নি।
advertisement
প্রথম ম্যাচ হোক বা শেষ ম্যাচ, আমরা সবসময় প্রস্তুতি নিয়েই মাঠে নামি। আমরা সব ম্যাচ জিততে চাই। আজ পরিকল্পনা মতো খেলতে পারিনি, তবে এমনটা হতেই পারে। এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ফিরে আসতে হবে। হ্যাঁ, আমরা হেরেছি, তবে এতেই সবশেষ হয়ে যাচ্ছে না। মত রোহিতের। অস্ট্রেলিয়ার ড্যানিয়েল স্যামস প্রচুর রান দিয়েছেন।
advertisement
নজর কেড়েছেন অবশ্য বাসিল থামপি। মুরুগান অশ্বিন নিয়েছেন দুটি উইকেট। বোলারদের সমালোচনা করলেও অধিনায়ক রোহিত শর্মা মেনে নিয়েছেন প্রথম ম্যাচে ছেলেরা ভাল-মন্দ মিশিয়ে পারফর্ম করেছে। কিন্তু টিম হিসেবে সামগ্রিক পারফরম্যান্স তুলে ধরতে পারেনি। এই আইপিএল মুম্বই ইন্ডিয়ান্সর কাছে জবাব দেওয়ার। তবে এর প্রথম ম্যাচের ভুল থেকে বাকি ম্যাচে নিজেদের সেরাটা তুলে ধরবে মুম্বই, কথা দিয়েছেন হিটম্যান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 28, 2022 3:40 PM IST