Irfan Pathan on Rishabh Pant: শীঘ্র ধোনির রেকর্ড ভেঙে দেবে ঋষভ পন্থ! জোর গলায় দাবি ইরফান পাঠানের

Last Updated:

Rishabh Pant will overtake Mahendra Singh Dhoni predicts Irfan Pathan. ধোনিকেও পেছনে ফেলবে ঋষভ, বলছেন ইরফান। ইরফানের কথায়, ব্যাটিং টেকনিকে নজরকাড়া উন্নতি হয়েছে পন্থের।

ধোনিকেও পেছনে ফেলবে ঋষভ, বলছেন ইরফান
ধোনিকেও পেছনে ফেলবে ঋষভ, বলছেন ইরফান
প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান আরও একধাপ এগিয়ে মন্তব্য করেছেন যে, ব্যাট হাতে মহেন্দ্র সিং ধোনির রেকর্ডও একদিন ভেঙে দেবেন পন্থ। ভারতীয় কিপারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন ধোনি। ৯০ টেস্টে তাঁর সংগ্রহ ৪ হাজার ৮৭৬ রান। তালিকায় চার নম্বরে রয়েছেন পন্থ। ৩০ টেস্টে ১ হাজার ৯২০ রান করেছেন তিনি। তার মধ্যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মাটিতে উপহার দিয়েছেন দুরন্ত সেঞ্চুরি।
advertisement
advertisement
ইরফানের ভবিষ্যদ্বাণী, ওর বয়স মাত্র ২৪। এই বয়সেই যথেষ্ট উন্নতি করেছে পন্থ। আমি নিশ্চিত, আরও অন্তত ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ওকে দেখা যাবে। সেক্ষেত্রে টেস্টে ভারতীয় কিপারদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক ওই হবে। এটা নিয়ে আমার মনে কোনও সংশয় নেই। কঠিন পরিস্থিতিতে বেশ কয়েকটি ম্যাচ-জেতানো ইনিংস খেলে ক্রিকেট মহলে প্রশংসিত হয়েছেন ঋষভ।
advertisement
চিন্নাস্বামী স্টেডিয়ামে সদ্যসমাপ্ত গোলাপি বলের টেস্টে স্পিন-সহায়ক পিচেও পাঁচ নম্বরে নেমে ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছেন দুই ইনিংসেই। রবিবার তো ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়ার পথে ভেঙে দিয়েছেন কপিল দেবের রেকর্ড। ৪০ বছর আগে পাকিস্তানের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরিতে পৌঁছতে কপিল নিয়েছিলেন ৩০ বল। পন্থের সেখানে লেগেছে ২৮টি বল।
ভারতীয় কিপার-ব্যাটসম্যান হিসেবেও এটি দ্রুততম অর্ধশতরান। তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেলেন ধোনি। ২০০৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে ফয়সালাবাদ টেস্টে মাহি হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ৩৪ বলে। ইরফানের কথায়, ব্যাটিং টেকনিকে নজরকাড়া উন্নতি হয়েছে পন্থের। আগে ও শুধু লেগসাইডে শট খেলত। এখন অফসাইডেও মারছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Irfan Pathan on Rishabh Pant: শীঘ্র ধোনির রেকর্ড ভেঙে দেবে ঋষভ পন্থ! জোর গলায় দাবি ইরফান পাঠানের
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement