ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা, বাদ রোহিত-বুমরাহ, এলেন কারা ?
Last Updated:
চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা ভারতের।
#মুম্বই: চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা ভারতের। এই সফরে বিরাটরা কোনও টেস্ট না খেললেও ৫টি ওয়ান ডে ও ১টি টি২০ ম্যাচ খেলবেন ৷ তার জন্য আজ বৃহস্পতিবারই দল ঘোষণা করল বিসিসিআই।
১৫ জনের দলে সুযোগ পেলেন ঋষভ পান্থ ও কুলদীপ যাদব। কিন্তু আশ্চর্যজনকভাবে বাদ পড়েছেন রোহিত শর্মা এবং পেসার জসপ্রীত বুমরাহ ৷ তাঁদের বাদ পড়ার কারণ অবশ্য খোলসা করে বলা হয়নি বোর্ডের তরফে ৷ চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিটি ম্যাচেই নিয়মিত সুযোগ পেয়েছেন রোহিত এবং বুমরাহ ৷ তাই ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁদের বিশ্রাম দিয়ে নির্বাচকরা ঋষভ পন্থ এবং কুলদীপকে দেখে নিতে চাইছেন কী না, সেই বিষয়টি এখনও পরিষ্কার নয় ৷
advertisement
এদিন বোর্ডের তরফে জানানো হয়েছে, ক্যারিবিয়ান সফরে টিম ইন্ডিয়ার কোচিংয়ের দায়িত্বে থাকছেন কুম্বলেই। সফরে বাকি সদস্যরা হলেন ধোনি, ধাওয়ান, রাহানে, যুবরাজ, কেদার যাদব, অশ্বিন, জাডেজা, হার্দিক পান্ডিয়া. উমেশ যাদব, শামি, ভুবনেশ্বর এবং দীনেশ কার্তিক। ২৩ জুন প্রথম একদিনের ম্যাচ।
advertisement
ওয়েস্ট ইন্ডিজ সফরের ক্রীড়াসূচি
June 23: 1st ODI, Queen’s Park Oval
advertisement
June 25: 2nd ODI, Queen’s Park Oval
June 30: 3rd ODI, SVRS
July 2: 4th ODI, SVRS
July 6: 5th ODI, Sabina Park
July 9: 1st T20I, Sabina Park
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 15, 2017 7:38 PM IST