প্যারালিম্পিকে ইতিহাস গড়া মারিয়াপ্পান পাচ্ছেন ২ কোটি টাকা !
Last Updated:
প্যারালিম্পিকে কিন্তু শুরুতেই ইতিহাস গড়ল ভারত ৷ একইদিনে জোড়া পদক এল হাই জাম্প থেকে
#রিও দি জেনেইরো: রিও অলিম্পিকে সিন্ধু-সাক্ষীর মতো ভারতের মেয়েরা পদক জিতে দেশের মানরক্ষা না করলে এবছর খালি হাতেই ফিরতে হত ভারতকে ৷ প্যারালিম্পিকে কিন্তু শুরুতেই ইতিহাস গড়ল ভারত ৷ একইদিনে জোড়া পদক এল হাই জাম্প থেকে ৷
প্যারা অলিম্পিকের হাইজাম্পে মারিয়াপ্পানের হাত ধরে প্রথম সোনা জিতল ভারত। ১.৮৯ মিটার লাফিয়ে মারিয়াপ্পান চলে গেলেন সবার ধরা ছোঁয়ার বাইরে। তামিলনাড়ু সরকার সোনাজয়ী মারিয়াপ্পানের এই কৃতিত্বে ইতিমধ্যেই ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। ওই একই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের বরুন ভাটি।
প্রত্যাশা ছিল শরদ কুমারকে নিয়েও। এদিন ১.৫৫ ও ১.৬০ মিটার দু’টি হার্ডল পেরিয়েছেন শরদ। তাঁর সেরা মার্ক ১.৭৭। সেটা পদক জয়ের জন্য যথেষ্ট ছিল না। দশম প্রয়াসে থাঙ্গাভেলু ১.৭৭ মিটার লাফান। বরুণ ভাটি ১.৮৩ মার্ক তুলে প্রথম আটের মধ্যে জায়গা করে নিলেও পরবর্তী হার্ডলগুলোতে ব্যর্থ হন শরদ কুমার। দুর্দান্ত ফাইনালে ১.৮৯ মিটার লাফিয়ে সোনা জিতে নেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু। অন্যদিকে ১.৮৬ মার্কে শেষ করে ব্রোঞ্জ জিততে সফল বরুণ ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 10, 2016 2:47 PM IST