একইদিনে জোড়া সোনা জিতলেন ফেল্পস !
Last Updated:
রিও-র পুল তোলপাড় করে ফের ঝড় তুললেন মাইকেল ফেল্পস।
#রিও দি জেনেইরো : রিও-র পুল তোলপাড় করে ফের ঝড় তুললেন মাইকেল ফেল্পস। বর্ণময় অলিম্পিক কেরিয়ারের ২০ ও ২১ তম সোনার পদক জেতার কাজটা কয়েকঘন্টার ব্যবধানেই সেরে ফেললেন ফেল্পস।
অবসর ভেঙে ফিরে আসার পর মার্কিন সাঁতারুকে যেন আরও বিপজ্জনক দেখাচ্ছে। ২০০ মিটার বাটারফ্লাই স্ট্রোকে সোনা জেতার পর ফ্রি স্টাইল রিলেতেও এদিন সোনা জিতে নেন ফেল্পস। সব মিলিয়ে অলিম্পিকে ২৫ টি পদকের মালিক হলেন কিংবদন্তি সাঁতারু। রিওতে একইদিনে জোড়া সোনার পদক জেতার পর ভিকট্রি স্ট্যান্ডে আবেগপ্রবন দেখাচ্ছিল ফেল্পসকে। বিশেষজ্ঞদের বিস্মিত করে মাইকেল ফেল্পস রিওয় কোথায় থামেন সেটাই দেখার।
advertisement
এদিকে রিও অলিম্পিকে তারকাপতনও অব্যাহত। এবার মহিলাদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন সেরেনা উইলিয়ামস। অপেক্ষাকৃত অনামী প্রতিপক্ষ এজিনা জিতোলিনার কাছে স্ট্রেট সেটেই হেরে যান সেরেনা। খেলার ফল ৬-৪, ৬-৩। লন্ডন অলিম্পিকে সিঙ্গলস এবং ডাবলস, দুই বিভাগেই সোনা জিতেছিলেন সেরেনা। কিন্তু রিও থেকে খালি হাতে ফিরতে হচ্ছে অলিম্পিকে চারটি সোনার পদকজয়ী সেরেনাকে। পুরুষদের সিঙ্গলসে নোভাক জকোভিচের বিদায়ের পর এবার ছিটকে গেলেন শীর্ষে থাকা সেরেনাও। ইন্দ্রপতনের পর রিওয় টেনিসের সোনার পদক কে জেতেন সেটাই দেখার।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 10, 2016 2:01 PM IST