উজবেকিস্তানের বক্সারের কাছে স্রেফ উড়ে গেলেন বিকাশ !
Last Updated:
রিওয়ে বক্সিং থেকেও ভারতের পদক পাওয়ার সব আশা শেষ হয়ে গেল ৷
#রিও দি জেনেইরো: বক্সিংয়ে এবার ভারত পদক পাবে ৷ এমন অনেকেই আশা করেছিলেন ৷ কিন্তু এই ইভেন্টেই হয়তো সবচেয়ে বেশি হতাশ করেছেন অ্যাথলিটরা ৷ শিবা থাপা আগেই ছিটকে গিয়েছিলেন ৷ এবার একই পথে হাঁটলেন বিকাশ কৃষাণ যাদবও ৷ উজবেকিস্তানের বেকতেমির মেলিকুজেভের সামনে দাঁড়াতেই পারলেন না তিনি ৷ সেইসঙ্গে রিওয়ে বক্সিং থেকেও ভারতের পদক পাওয়ার সব আশা শেষ হয়ে গেল ৷
এদিন অবশ্য উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বীর কাছে একেবারেই দাঁড়াতে পারেননি কৃষাণ ৷ রিংয়ে প্রচুর রক্ত ঝরাতেও হয়েছে তাঁকে ৷ প্রচণ্ড মার খেয়ে দু’বার বিকাশের মাউথগার্ড ছিটকে পড়ে যায়। পাল্টা মারার ক্ষমতা ছিল না বিকাশের ৷ সেটা ম্যাচ শেষে কার্যত স্বীকারও করে নেন তিনি ৷ বিকাশ বলেন, ‘‘ওর বাঁ দিক থেকে আসা মারগুলো আমি সামলাতে পারিনি। চেষ্টা করেছিলাম। কিন্তু হল না। আসলে সাউথ্-প-দের বিরুদ্ধে আমরা, ভারতীয়রা, বরাবরই দুর্বল। আমি আক্রমণ করার চেষ্টা করেও পারিনি।’’
advertisement
ভারতীয় অ্যাথলিটরা সুযোগ সুবিধা পান না ৷ এটা নিয়ে অনেকদিন ধরেই কথা চলছে ৷ কিন্তু এবারের রিও অলিম্পিকে অংশগ্রহণকারী এমন অনেক ভারতীয় অ্যাথলিট রয়েছেন , যাঁরা বিদেশে ট্রেনিং নিয়েই এসেছিলেন ৷ কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি ৷ কারণ অলিম্পিক প্রায় শেষ হতে চললেও ভারতের ঝুলিতে পদক এখনও শূন্য ৷ বক্সার বিকাশ কৃষাণও মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রেনিং নিয়ে এসেছেন ৷ কিন্তু তাসত্ত্বেও রিংয়ে নেমে যে খেলাটা খেললেন তিনি ৷ তাতে হতাশা ছাড়া দেশবাসীকে আর কিছুই দিতে পারেননি তিনি ৷ বিকাশের যুক্তি, তিনি বিদেশে গিয়ে পাওয়ার বক্সিংকে সামলানোর ট্রেনিং নিয়েছিলেন ৷ কিন্তু বাঁ-হাতিদের বিরুদ্ধে লড়াইয়ের কায়দা নাকি তাঁরা জানা নেই ৷ তাই রিংয়ে নেমে এদিন নিজের রক্ত ঝরানো ছাড়া আর কিছুই করতে পারেননি বিকাশ ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 17, 2016 9:39 AM IST