অলিম্পিকে রূপো জিতলেন সোনার মেয়ে সিন্ধু

রূপোতেই থামলেন সিন্ধু ৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-২ গেমে বিশ্বের এক নম্বর শাটলার স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে হেরে গেলেন ভারতের পিভি সিন্ধু ৷

  • Last Updated :
  • Share this:

    #রিও ডি জেনেইরো: রূপোতেই থামলেন সিন্ধু ৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-২ গেমে বিশ্বের এক নম্বর শাটলার স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে হেরে গেলেন ভারতের পিভি সিন্ধু ৷ অলিম্পিকে রূপোর মেডেল জিতলেও ভারতীয় ব্যাডমিন্টনের জন্য এক সোনার ইতিহাস লিখলেন সিন্ধু ৷ এই প্রথম কোনও ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে রূপো জিতলেন সিন্ধু ৷

    না, কোনও আক্ষেপ নেই ৷ গোটা ভারত গর্বিত সিন্ধুর জন্য ৷ ১২ দিন বাদে ভারতের পদকের যে খরা কেটেছিল মহিলা কুস্তিগির সাক্ষী মালিকের হাত ধরে আজ তা চুড়ান্ত পর্যায়ে পৌঁছায় ৷ অলিম্পিকে প্রথম শাটলার হিসেবে রূপোর পদক জিতলেনন ২১ বছরের সোনার মেয়ে সিন্ধু ৷ বিশ্বের এক নম্বর শাটলারকে সমানে কোর্টে টক্কর দেন বিশ্বের ১০ নম্বর শাটলার সিন্ধু ৷ ক্যারোলিনার থেকে প্রথম গেম জিতে নিলেই পরের দুই গেমে পিছিয়ে পড়েন এই ভারতীয় শাটলার ৷ খেলার স্কোর ২১-১৯, ১২-২১, ১৫-২১ ৷

    সোনা হাতছাড়া হলেও প্রথমবার অলিম্পিকে অংশ নিয়েই রূপো জিতে ইতিহাস সৃষ্টি করলেন সিন্ধু ৷ সোনার মেয়ের এই জয়ে উচ্ছ্বসিত গোটা ভারত ৷ অনিন্দনের ঢেউ সোশ্যাল মিডিয়ায় ৷ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে সেলিব্রিটিদের অভিনন্দন বার্তা ইতিমধ্যই পৌঁছে গিয়েছে সিন্ধুর ৷ ব্যাডমিন্ঠন অ্যাসোসিয়েশন ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন পিভি সিন্ধুর জন্য ৷

    First published:

    Tags: Badmintan, India In Rio 2016, India in Rio Olympic 2016, Pv sindhu, Rio 2016, Rio Olympics, Rio Olympics 2016, Silver Medal