Rinku Singh: রিঙ্কু সিং গেলেন বৃন্দাবনে! হঠাৎ কেন কৃষ্ণ ভক্ত কেকেআর তারকা ? দেখুন ভিডিও
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
এশিয়ান গেমসে দ্বিতীয় সারির দল নামাবে ভারত। সেখানেও রিঙ্কুদের মতো ক্রিকেটারেরা সুযোগ পেতে পারেন
দিল্লি: রিঙ্কু সিং আইপিএলে কেকেআর জার্সিতে যে ক্রিকেট খেলেছিলেন তাতে ভবিষ্যতে তিনি ভারতীয় দলের জার্সি পড়বেন এটা সময়ের অপেক্ষা। কদিন আগে থাইল্যান্ড ছুটি কাটিয়ে এসেছিলেন। সিক্স প্যাক তৈরি করে বক্সার পড়ে রিঙ্কুর সেই পোজ ভোলা সহজ নয় ক্রিকেটপ্রেমীদের। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের পরে আয়ারল্যান্ড সিরিজ়ে ভারতীয় দলে রিঙ্কুর সুযোগের জল্পনা শুরু হয়েছে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৮, ২০ এবং ২৩ অগস্ট তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। সেখানে তরুণ দল খেলানোর পরিকল্পনা রয়েছে ভারতের। সেই দলেই রিঙ্কুকে সুযোগ দেওয়া হতে পারে। ওয়েস্ট ইন্ডিজ় যতই এখন খারাপ খেলুক, তাদের বিরুদ্ধে আনকোরা দল খেলাতে চাননি ভারতের নির্বাচকেরা। কিন্তু দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাঁরা সেই ‘ঝুঁকি’ নিতে চান।
advertisement
advertisement
তাই সেখানেই রিঙ্কুকে সুযোগ দেওয়া হতে পারে। সবাইকে একসঙ্গে একটি সিরিজ়ে সুযোগ দেওয়া সম্ভব নয়, এ কথা মেনে নিয়েছেন নির্বাচকেরা। তাই সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে সুযোগ দিতে চান তাঁরা। ক্রিকেটারদের তরতাজা রাখার লক্ষ্যও রয়েছে তাঁদের। রিঙ্কু ছাড়াও রুতুরাজ গায়কোয়াড়, জীতেশ শর্মাদের আয়ারল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে।
পাশাপাশি এশিয়ান গেমসে দ্বিতীয় সারির দল নামাবে ভারত। সেখানেও রিঙ্কুদের মতো ক্রিকেটারেরা সুযোগ পেতে পারেন। রিঙ্কু অবশ্য একা নন। এর আগে বিরাট কোহলি এবং তার স্ত্রী একাধিক মন্দিরে গিয়েছিলেন। এখন দেখার ঈশ্বর ভক্ত রিঙ্কু কবে ভারতীয় দলের জার্সি গায়ে দিতে পারেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 4:27 PM IST