Rinku Singh: সাফল্য এসেছে হয়তো অনেক দেরিতে, রিঙ্কুর সংগ্রামের কাহিনী সকলের মন ছুঁয়ে গিয়েছে

Last Updated:

Rinku Singh and his family: আইপিএলে সেভাবে এত বছর সুযোগ পাচ্ছিলেন না ৷ কিন্তু এ বছর যখন পেলেন, তখন ব্যাট হাতে নিজের জাত চেনাতে আর দেরি করেননি রিঙ্কু ৷

কলকাতা: রিঙ্কু সিং (Rinku Singh) ৷ কেকেআর সমর্থকরা তাঁকে চেনেন বেশ কয়েকবছর ধরেই ৷ দীর্ঘদিন ধরে তিনি কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের সদস্য ৷ আইপিএলে এর আগের মরশুমগুলিতে হাতে গোনা কয়েকটি ম্যাচেই সুযোগ পেয়েছিলেন ৷ সেগুলি সেভাবে কাজে লাগাতে পারেননি ৷ ব্যাট হাতে রান পাননি ৷ তাঁর নাম নিয়েও অনেক হাসাহাসি হয়েছে ৷ ক্রিকেটপ্রেমীরা অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কে এই রিঙ্কু ? দিনের পর দিন কেন তাঁকে দলে রেখে দিয়েছে কেকেআর ফ্র্যাঞ্চাইজি ? সমালোচকদের সেই প্রশ্নের জবাব অবশ্য এ বছর মাঠে নেমেই দিয়েছেন উত্তর প্রদেশের আলিগড়ের ছেলে ৷
আইপিএল থেকে এ বছর প্লে অফের আগেই নাইটদের বিদায় হয়ে গেলেও রিঙ্কু সিংয়ের ব্যাটিং ভুলতে পারছেন না কেউই ৷ আইপিএলের সুবাদে আজ এই ছেলে কোটিপতি ৷ অথচ একটা সময় ছিল প্রচণ্ড খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে রিঙ্কু এবং তাঁর পরিবারকে ৷  তাঁর বাবা খানচন্দ্র সিং গ্যাসের সিলিন্ডার বিলি করতেন। লখনউয়ে দু’টি ঘরে চার ভাই-বোন এবং মা-বাবাকে নিয়ে রিঙ্কুর সংসার। দু’বেলা ঠিক মতো খাবার পেতেন না। ছোটবেলায় দিল্লিতে একটি প্রতিযোগিতায় বাইক জিতেছিলেন রিঙ্কু। বাড়ি ফিরে সেই বাইকের চাবি বাবার হাতেই তুলে দেন। কারণ ভারী সিলিন্ডার বইতে কষ্ট হয় বাবার। তাই রিঙ্কু মনে করেছিলেন বাবারই এই বাইক ব্যবহার করা উচিৎ ৷ ঝাড়ুদার হিসেবেও একসময়ে কাজ করেছেন রিঙ্কু ৷ তবে সেই সব পরিশ্রমের ফলই আজ হয়তো এত বছর পর পেয়েছেন কেকেআর তারকা ৷
advertisement
মায়ের সঙ্গে রিঙ্কু সিং মায়ের সঙ্গে রিঙ্কু সিং
advertisement
একটা সময় এমনও গিয়েছিল রিঙ্কুর যে চোট পেয়ে তাঁকে বেশ কয়েকমাস ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিল ৷ কিন্তু পরিবারের একমাত্র রোজগেরে ছেলের ভবিষ্যৎ কী হবে, এই ভেবেই দুশ্চিন্তায় বেশ কিছুদিন খাবার মুখে তোলেননি রিঙ্কুর বাবা খানচন্দ্র সিং ৷ প্রায় সাত মাস লেগেছিল রিঙ্কুর পুরোপুরি ফিট হতে ৷
advertisement
২০১৬ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে আবির্ভাব রিঙ্কুর ৷ মাত্র ১৭ বছর বয়সেই উত্তর প্রদেশের হয়ে খেলা শুরু করেন তিনি ৷ তবে ঘরোয়া ক্রিকেট দীর্ঘদিন খেললেও রিঙ্কু সবার নজরে আসে কেকেআরের হয়ে খেলার সময়েই ৷ ২০১৮ সালে আইপিএলের নিলামে ৮০ লক্ষ টাকা পেয়ে জীবনই বদলে গিয়েছিল রিঙ্কুর ৷ ভাবতেই পারেননি কখনও একসঙ্গে এত বিপুল অঙ্কের টাকা পাবেন ৷ নিলামে ২০ লক্ষ টাকা পাওয়ার আশা করেছিলেন ৷ কিন্তু ৮০ লক্ষ টাকা পাওয়ার পর দাদার বিয়েতে সাহায্যের পাশাপাশি ভাল বাড়ি বানাতেও সমর্থ্য হয়েছিলেন রিঙ্কু ৷
advertisement
আইপিএলে সেভাবে এত বছর সুযোগ পাচ্ছিলেন না ৷ কিন্তু এ বছর যখন পেলেন, তখন ব্যাট হাতে নিজের জাত চেনাতে আর দেরি করেননি রিঙ্কু ৷
রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২৩ বলে ৪২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে জনপ্রিয়তা পেলেও এখনও রিঙ্কু ভাঙাচোরা বাড়িতেই থাকছেন। কিন্তু কেন? অন্যান্য বাবা-মায়ের মতো রিঙ্কুর পরিবার চেয়েছিল, ছেলে ভাল করে পড়াশোনা করে চাকরিতে যোগ দেবে। তবে রিঙ্কুর ক্রিকেটে এত প্রতিভা দেখার পর তাঁকে খেলতে আর কেউ বাধা দেননি ৷
advertisement
কিন্তু আইপিএলে ছেলের অভাবনীয় সাফল্যের পরেও রিঙ্কুর বাবা-মা পুরনো জরাজীর্ণ বাড়িতেই থাকছেন। এর কারণ সম্পর্কে রিঙ্কু সিং বলেন, বাবাকে নতুন বাড়িতে থাকার জন্য বলেছিলাম। তবে বাবা এই ভাঙাচোরা বাড়িতেই থাকতে চান। ৩৫ বছর ধরে এই বাড়িতে উনি থেকেছেন। এখানকার পরিবেশের সঙ্গে তিনি মানিয়ে নিয়েছেন। এতে অবশ্য রিঙ্কুদের পারিবারিক বন্ধনে কোনও সমস্যার সৃষ্টি হয়নি। প্রতিদিন অনুশীলনে যাওয়ার আগে বাবা-মার সঙ্গে পুরনো বাড়িতে দেখা করে একসঙ্গে খাবার খান রিঙ্কু। আগামী বছর রিঙ্কুকে রেখেই দল সাজানো কথা জানিয়েছে কেকেআর ফ্র্যাঞ্চাইজিও ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rinku Singh: সাফল্য এসেছে হয়তো অনেক দেরিতে, রিঙ্কুর সংগ্রামের কাহিনী সকলের মন ছুঁয়ে গিয়েছে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement