Rinku Singh: রিঙ্কু এসেই ম্যাচের সেরা! ভারতের জার্সিতে নতুন স্বপ্ন দেখাচ্ছেন নাইট তারকা

Last Updated:

রিঙ্কু বলছেন তিনি সবসময় প্রস্তুত। ভারতের জার্সিতে সুযোগ পেলেই নিজের সবকিছু উজাড় করে দেবেন

রিঙ্কু ম্যাচের সেরা
রিঙ্কু ম্যাচের সেরা
ডাবলিন: জীবনের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে এবং ব্যাট হাতে প্রথম ইনিংসে ভারতের জার্সিতে তিনি তার ক্ষমতার পরিচয় রেখেছেন। রিঙ্কু সিং প্রমাণ করেছেন শুধু আইপিএল নয়, ভারতের জার্সিতেও তিনি কতটা কার্যকরী হতে পারেন। একটা আইপিএল ম্যাচ এবং ভারতের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচের মধ্যে অনেক পার্থক্য। কিছুটা হলেও চাপ থাকে বিদেশের মাঠে খেলা বলে। কিন্তু রিঙ্কুকে দেখে মনেই হয়নি এক বিন্দু চাপে আছেন তিনি।
যেভাবে ২১ বলে ৩৮ রানের ইনিংস খেললেন তাতে প্রমাণ করে দিলেন তার ওপর ভরসা রেখে ভুল করেননি নির্বাচকরা। তিনি লম্বা রেসের ঘোড়া। আইপিএল খেলে নিজেকে উন্নত করেছেন আলীগড়ের ব্যাটসম্যান। তবে রিঙ্কু ম্যাচের সেরা হলেও থেমে থাকতে রাজি নয়। স্বপ্ন দেখছেন ভারতের জার্সিতে টানা সুযোগ পাবেন এবং ম্যাচ জিতাবেন।
advertisement
advertisement
ভারতীয় দলে তার পার্টনার ঋতুরাজ জানিয়েছেন, দলে রিঙ্কু প্রমাণ করে দিয়েছে ও কতটা ভয়ংকর হতে পারে। একজন ফিনিশার হয়ে ওঠার কোয়ালিটি ওর মধ্যে আছে আমরা জানতাম। প্রথমে কিছুক্ষণ পরিস্থিতি বুঝে নেয়, তারপর আক্রমণ করে। এটাই ওর খেলার স্টাইল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে রিঙ্কুর ব্যাটিং দেখে খুশি রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচ নিশ্চিত শুধু এই একটা সিরিজ নয়, রিঙ্কুকে আরও সুযোগ দেবেন নির্বাচকরা।
advertisement
আর এখন দেওয়ার সেরা সময়। কারণ ফর্মে থাকার সময় একজন ক্রিকেটারকে সুযোগ দেওয়া উচিত। রিঙ্কু বলছেন তিনি সবসময় প্রস্তুত। ভারতের জার্সিতে সুযোগ পেলেই নিজের সবকিছু উজাড় করে দেবেন। রিঙ্কু জানিয়েছেন আশা করেননি জীবনের দ্বিতীয় ম্যাচেই ম্যাচের সেরা পুরস্কার পাবেন। তিনি খুশি কিন্তু আবার এটা নিয়ে বেশি ভাবতে চান না। শুধু নিজের ফোকাস ধরে রাখতে চান খেলার ওপর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rinku Singh: রিঙ্কু এসেই ম্যাচের সেরা! ভারতের জার্সিতে নতুন স্বপ্ন দেখাচ্ছেন নাইট তারকা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement