Rinku Singh In Sasural: তর আর সইছে না মোটেই, বিয়ের আগেই শ্বশুরবাড়িতে রিঙ্কু, শাশুড়ি হবু জামাইকে দেখে যা করলেন তাজ্জব হবেন

Last Updated:

Rinku Singh In Sasural: হঠাৎ শ্বশুরবাড়িতে হাজির জামাই এবার শাশুড়ি মা ও ভাবী বউ যা করল...

শ্বশুরবাড়িতে হঠাৎ হাজির হবু জামাই  Photo Courtesy- Instagram/ Video Grab
শ্বশুরবাড়িতে হঠাৎ হাজির হবু জামাই Photo Courtesy- Instagram/ Video Grab
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের তারকা রিঙ্কু সিং এবং সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের বাগদান হয়ে গেছে।  ভারতীয় দল এবং কেকেআরের এই ক্রিকেটারের বাগদান ঘিরে চরম আগ্রহ ছিল সকলের মধ্যেই৷ কারণ যাই হয়ে যাক বউ একেবারে জনপ্রতিনিধি- পার্লামেন্টে তিনি সাংসদ৷ সকলেই এই নতুন জোড়ার  সুন্দর দম্পতিকে নিয়েই আলোচনা করছে। দু’জনের মধ্যে রসায়ন অসাধারণ৷ বাগদানের পরেই দুজনের একে অপরের সঙ্গে দেখা করার আগ্রহও বেড়ে গেছে।
বাগদানের পর প্রথমবারের মতো যখন রিঙ্কু সিং তিনি তাঁর শ্বশুরবাড়িতে পৌঁছন, তখন তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। যখন তাঁর শাশুড়ি দরজায় তাঁর জন্য ফুল ভর্তি একটি প্লেট নিয়ে চলে আসেন, ভাবী স্বামীকে এভাবে তাঁর নিজের বাড়িতে আসতে দেখে হবু স্ত্রী প্রিয়া লজ্জায় লাল হয়ে যান।
দেখে নিন ভাইরাল ভিডিও
advertisement

View this post on Instagram

A post shared by Atish7dec (@ak_saroj_7dec)

advertisement
রিঙ্কু সিংয়ের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ৮ জুন, লখনউতে মছলিশহরের সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে তাঁর বাগদান সম্পন্ন হয়। ক্রিকেট তারকা সহ বড় বড় নেতারা তাদের বাগদান অনুষ্ঠানে হাজির ছিলেন। দু’জনেই একে অপরকে ৩ বছর ধরে চেনেন। তথ্য অনুযায়ী, রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজের সাথে তাদের এক বন্ধুর পরিচয় হয়েছিল। চলতি বছরের ১৮ নভেম্বর বারাণসীতে দুজনেই বিয়ে করতে চলেছেন।
advertisement
রিঙ্কু সিং তার শ্বশুরবাড়িতে পৌঁছেছেন
বাগদানের পর যখন রিঙ্কু সিং প্রথমবারের মতো তার শ্বশুরবাড়িতে পৌঁছান, তখন তাকে খুব জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানানো হয়। যখন সে এসে দরজায় দাঁড়ায়, তখন তার শাশুড়ি তার জন্য গোলাপের পাপড়ি ভর্তি একটি প্লেট নিয়ে আসেন। রিঙ্কু প্রথমে তার শাশুড়ির পা ছুঁয়ে তার হবু জামাইকে তিলক লাগায়। এরপর সে রিঙ্কুর উপর গোলাপের পাপড়ি ছিটিয়ে দেয়। সে যখন ঘরের ভেতরে পৌঁছায়, তখন পুরো পরিবার তাঁর জন্য অপেক্ষা করছিল। সবাই তাকে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানায়।
advertisement
এত কিছুর মাঝে, রিঙ্কু সিং-এর চোখ তাঁর হবু স্ত্রী প্রিয়া সরোজকে খুঁজছিল। অবশেষে, সেও তার হাতে একটি গোলাপ নিয়ে এসে দ্রুত তাঁর হাতে তুলে দিয়ে পালিয়ে গেল। তাঁর মুখে লজ্জায় রাঙা হয়ে গিয়েছিল৷  তাঁকে খুব খুশি দেখাচ্ছিল। তাঁর মুখে সেই একই সুন্দর হাসি ছিল যা সবাই তাঁর বাগদানের সময় দেখেছিল। বাগদানের আংটি পরার সঙ্গে সঙ্গেই তিনি মঞ্চে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তাঁর দু চোখ জলে ভরে ওঠে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rinku Singh In Sasural: তর আর সইছে না মোটেই, বিয়ের আগেই শ্বশুরবাড়িতে রিঙ্কু, শাশুড়ি হবু জামাইকে দেখে যা করলেন তাজ্জব হবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement